Home সংবাদসিটি টকস নিয়োগ নিয়ে খেলা হচ্ছে কিনা সে বিশ্বাসযোগ্যতা সরকার তৈরি করতে পারেনি, দাবি সুজনের

নিয়োগ নিয়ে খেলা হচ্ছে কিনা সে বিশ্বাসযোগ্যতা সরকার তৈরি করতে পারেনি, দাবি সুজনের

SSC নিয়োগ দুর্নীতি জল গড়িয়েছে বহুদূর ইতিমধ্যেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তি প্রসাদ সিনহা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগ দুর্নীতি জল গড়িয়েছে বহুদূর ইতিমধ্যেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তি প্রসাদ সিনহা। কিছুদিন আগে এই দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন এসএসসি কর্তা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য। ইতিমধ্যেই এসএসসি নিয়োগ নিয়ে একাধিক রায় দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে সুজন চক্রবর্তী বলেন, “কোর্ট যা বলেছে তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এখানে প্রথমে টাকার খেলা হলো, চাকরি চুরি হলো, মানিক ভট্টাচার্য নিজে অফিসে বসে টাকার লেনদেন করেছেন সেটা সবাই জানে। এবং তারপর প্রমাণ লোপাট এর ব্যবস্থা হল এটা একটা অরগানাইজড অপরাধ। সংগঠিতভাবে যুব ছাত্র দের সর্বনাশ করা হলো।”

তিনি আরো বলেন, ” পরীক্ষার কোন বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি। বিজ্ঞপ্তি ঘোষণা হবে বলে একটা ঘোষণা হয়েছে। এর আগেও অনেকবার ঘোষণা হয়েছিল। এর আগে এই ঘটনা দুবার হয়েছে এই নিয়ে তিনবার হল। আগে মন্ত্রীরা করেছিলেন এবার চেয়ারম্যান করলেন। আর চেয়ারম্যান মানেই মানিক ভট্টাচার্যের মতো লোক। মানিক ভট্টাচার্য চেয়ারম্যান হয়ে কার্যত পরীক্ষার্থীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আগের চেয়ারম্যান কে যদি ভরসা করা না যায় তবে এই চেয়ারম্যানকে ভরসা করা যায় এটা কে বলতে পারে? আমাদের বক্তব্য একটাই ১১ ই ডিসেম্বর পরীক্ষা নিতে চাইছেন পরীক্ষা নিন তবে তার আগে 14 এবং 17 সালে যাদের পরীক্ষা নেওয়া হয়েছিল তাদের নিয়োগ টা সম্পন্ন করে দিন। চাকরিপ্রার্থীদের বকেয়া নিয়োগ টা বাকি রেখে যেন না হয়। 2017 নিয়োগ না করে ২০২০ তে পরীক্ষা নেওয়া হচ্ছে এতে লাভটা কি? ২০১৭ কে বাকি রেখেই যদি কুড়ি একুশে নিয়োগ করা হয় তবে আবার ২০২১ কে বাকি রেখে ২০২২ কে পরীক্ষার্থীদের নিয়োগ করা হবে? এটা খেলা হচ্ছে কিনা সেই বিশ্বাসযোগ্যতাটা এখনো সরকার তৈরি করতে পারেনি।”

Topics

Sujan Chakraborty Congress  CPM  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment