Home সংবাদসিটি টকস হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার

হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার

by Soumadeep Bagchi

 গ্রেফতার করা হল বিজেপির রাজ্য সভাপতিকে।শনিবার বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে বিজেপি সাংসদকে গ্রেফতার করে পুলিস৷ গ্রেফতারের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের সুর সপ্তমে নিয়ে যান সুকান্ত৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুন করতে চাইছেন৷

 

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাওড়া যাত্রাকে ঘিরে শনিবার নিউটাউনে ধুন্ধুমার ঘটল। হাওড়ায় ১৪৪ ধারা জারি রয়েছে, এই যুক্তিতে নিউ টাউনের পুলিস সুকান্তকে বাড়িতেই আটকে রাখে। একাধিক পুলিস অফিসার নিউটাউনের বাড়িতে সুকান্তকে ঘিরে রাখেন। বাড়ির বাইরেও ছিল বিরাট পুলিস বাহিনী। সুকান্ত পুলিস অফিসারদের কাছে লিখিত নির্দেশ দেখতে চান। কিন্তু তাঁরা কোনও কাগজ দেখাতে পারেননি। সুকান্ত বলেন, আপনারা এভাবে আমাকে গৃহবন্দি করে রাখতে পারেন না। বেলা ১১ টা থেকে এ নিয়ে টানাপড়েন চলে। পরে একপ্রকার জোর করেই বিজেপি রাজ্য সভাপতি বাইরে বেরিয়ে পড়েন। পুলিসের সঙ্গে তাঁর এবং দলের কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিস কর্মীদের মারধর করে বলে অভিযোগ। টেনে হিঁচড়ে তাঁদের ভ্যানে তোলা হয়।

 

পুলিসের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তির পর এদিন দুপুরে নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ার দিকে রওনা দেন সুকান্ত৷ নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে সেখানে গত দু-তিনদিন ধরে চলছে বিক্ষোভ৷ সলপ, ধূলাগড়ের মতো জায়গাগুলিতে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ৷ বিক্ষোভ নিয়ন্ত্রণে হাওড়া পুলিস সেখানে ১৪৪ ধারা জারি করে৷ সুকান্তকে সেকথা আগেই জানিয়েছিল পুলিস৷ কিন্তু পুলিসের কথা অমান্য করে হাওড়ায় ঢোকার চেষ্টা করেন সুকান্ত৷

 

কিন্তু রাস্তায় তাঁর কনভয় দফায় দফায় বাধার মুখে পড়ে৷ প্রথমে এসএসকেএমের কাছে তাঁর কনভয়কে বাধা দেওয়া হয়৷ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দ্বিতীয় হুগলি সেতুর দিকে হাঁটা দেন সুকান্ত৷ কিছুক্ষণ বাদে তাঁর গাড়িও সেতুর দিকে চলে আসে৷ তখন গাড়িতে উঠে আবার গন্তব্যের দিকে রওনা দেন৷ তাঁর গাড়ি টোল প্লাজার কাছে পৌঁছতেই আবার পুলিস বাধা দেয়৷ পুলিস তাঁকে জানায়, টোল প্লাজার ওপারে ১৪৪ ধারা জারি আছে৷ এই নিয়ে পুলিসের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন৷ কিছুক্ষণ বাদেই তাঁকে গ্রেফতার করে পুলিস৷ প্রিজনভ্যানে তাঁকে নিয়ে আসা হচ্ছে লালবাজার৷

আরও পড়ুনঃ হাওড়ার হংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মমতার

 

ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল-সহ দলের অনেক নেতা চলে আসেন নিউটাউনে। সঙ্গে ছিলেন অনেক বিজেপি কর্মীও। তাদের ঘেরাটোপে বেলায় সুকান্ত বাড়ি থেকে বের হন। পুলিসের সঙ্গে তাঁদের তুমুল ধস্তাধস্তি হয়। তার মধ্যেই সুকান্তর গাড়ি নিউটাউন থেকে বেরিয়ে যায় হাওড়ার উদ্দেশে।

 

সুকান্ত মজুমদার বলেন, ‘হামলায় উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ নিরাপত্তারক্ষীদের গাড়ি আটকানো হয়েছে৷ আমি যাতে খুন হয়ে যাই সেটা চাইছেন মুখ্যমন্ত্রী৷’

Related Articles

Leave a Comment