কলকাতা টুডে ব্যুরো:তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতী শুভেন্দু অধিকারীষ তাঁর দাবি, ‘মনে হচ্ছে এই প্রথমবার তৃণমূল নেত্রী ভয় পেয়েছেন। উনি বুঝে গিয়েছেন এই দুর্নীতির পর্দা ফাঁসের পর বাংলায় আর মাথা উঁচু করে মানুষের সামনে যাওয়া সম্ভব নয়।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘কেউ যদি জেনেশুনে অপরাধ করে থাকেন, তাহলে তাঁর যাবজ্জীবন সাজা হলেও আমার আপত্তি নেই। কিন্তু বাচ্চা জন্মানোর আগেই অন্নপ্রাশনের তারিখ ঠিক হয়ে যাচ্ছে। তদন্ত সবে শুরু হয়েছে। তদন্তে দল ও সরকার কোনভাবেই হস্তক্ষেপ করবেন না।’
মমতা বলেন, ‘আমি যদি কোথাও যাই সেখানে যদি কে থাকছে সেটা আমার জানার বিষয় নয়। আমার সঙ্গে টাকার ছবি দিয়ে বিরোধীরা কুৎসা রটাচ্ছে।’
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata