‘কলকাতা টুডে ব্যুরো:”অনুব্রত মণ্ডলকে বিন্দুমাত্র আর সময় দেওয়া উচিত নয়।” সিবিআই এর উচিত তাঁকে আর ব্যাগ গোছাতে না দেওয়া। বদলে তাঁকে এক কাপড়ে তুলে নিয়ে আসা উচিত’। এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু অধিকারীর কথায়, ‘এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
এদিকে, গরুপাচার তদন্তে আজ সকাল থেকে জরুরি বৈঠক শুরু হয়েছে নিজাম প্যালেসে। CBI-এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন। CBI জয়েন্ট ডিরেক্টর বেনুগোপালও বৈঠকে রয়েছেন। এসপি রাজীব মিশ্রও রয়েছেন জরুরি বৈঠক ।
বুধবার ফের অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। সকাল ১১ টা’য় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তলবের চিঠি ই-মেল করে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাঁর বোলপুরের বাড়িতে তলবের চিঠি দিতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বোলপুরের বাড়িতে যান এক চিকিৎসকও।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata