Home সংবাদসিটি টকস ED হেফাজত শেষে ফের শুনানি মানিকের, জামিনের বিরোধিতায় ED

ED হেফাজত শেষে ফের শুনানি মানিকের, জামিনের বিরোধিতায় ED

ED হেফাজত শেষে মঙ্গলবার ফের মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ। নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ অক্টোবর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ED হেফাজত শেষে মঙ্গলবার ফের মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ। নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ অক্টোবর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তাঁর সঙ্গে সন্দেহজনক লেনদেনের যোগ রয়েছে বলে উল্লেখ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানিককে জিজ্ঞাসাবাদে মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যেই তদন্তের অগ্রগতির তথ্য আদালতে তুলে ধরবে ED। এখনো পর্যন্ত পাওয়া তথ্যের বৃদ্ধিতে মঙ্গলবার আদালতে মানিকের জামিনের বিরোধিতা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত গত রবিবারই ED দফতরে হাজিরা দেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির গ্রেফতারির পরই ঘনিষ্ঠ হিসাবে উঠে আসে তাপস মণ্ডলের নাম। তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। তাপসের তিনটি বিএড কলেজ রয়েছে। তদন্তকারী সব কিছু ভূমিকা খতিয়ে দেখছেন।

সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিকের তাপসের সংস্থার একটি চুক্তি হয়েছিল। পরে অভিযোহ ওঠে, ২.৬৪ কোটি টাকার চুক্তি হলেও, তার ভিত্তিতে কোনও পরিষেবাই দেওয়া হয়নি। তবে এই চুক্তি কোন কারণে, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই বিষয়টি নিয়েই তাপসে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনে’ তাপসের কী ভূমিকা ছিল, সেই বিষয়টি সম্পর্কেও জানতে চান তদন্তকারীরা। ইতিমধ্যেই তাপসের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তার সঙ্গেও মানিকের যোগসূত্র পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এই সব বিষয়গুলি আদালতে তুলে ধরে জামিনের বিরোধিতা করবেন তদন্তকারীদের আইনজীবীরা।

Related Articles

Leave a Comment