Home রাজনৈতিক ‘আর্থিক দিক থেকে ভারতের কৃষকদের মধ্যে এক নম্বর হল পশ্চিমবঙ্গ,’দাবি ফিরহাদের

‘আর্থিক দিক থেকে ভারতের কৃষকদের মধ্যে এক নম্বর হল পশ্চিমবঙ্গ,’দাবি ফিরহাদের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন, যেভাবে সারা ভারতে কৃষক বঞ্চনা হচ্ছে, সেখানে কৃষিক্ষেত্রে বিভিন্ন স্কিম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। সেই জন্য করোনা কালেও পার ক্যাপিটা ইনকাম যখন ভারতের সব জায়গায় কমেছে, তখন পশ্চিমবঙ্গে রোজগার বেড়েছে।” এদিন সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।

 

তিনি আরও বলেন,”করোনা কালেও পার ক্যাপিটা ইনকাম যখন ভারতের সব জায়গায় কমেছে, তখন পশ্চিমবঙ্গে রোজগার বেড়েছে। এর প্রধান কারণ, কৃষিক্ষেত্রের পাশে দাঁড়িয়েছে রাজ্যে। করোনা কালেও তাই কৃষিজাত উৎপাদন বেড়েছে রাজ্যে। আর্থিক দিক থেকে ভারতের কৃষকদের মধ্যে এক নম্বর হল পশ্চিমবঙ্গ।”

 

আরও পড়ুনঃ সংসদের স্পিকার ওম বিড়লার ডাকা বৈঠক বাতিল করলে তৃণমূল

গোটা দেশের কৃষকদের পরিস্থিতির সঙ্গে বাংলার কৃষকদের পরিস্থিতির তুল্যমূল্য বিচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম ।

Related Articles

Leave a Comment