Home সংবাদবর্তমান আপডেট ফের জুটিতে মিমি-আবির | রক্তবীজের পর এবার প্রেমের গল্পে ‘আলাপ’

ফের জুটিতে মিমি-আবির | রক্তবীজের পর এবার প্রেমের গল্পে ‘আলাপ’

by Web Desk
গত বছরের পুজোয় নন্দিতা ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’ তবে এবার আর মারপিট নয়, বরং ফাগুন হাওয়ায় প্রেমের ‘আলাপ’ সেরে নেবেন মিমি-আবির।

পুজোয় নন্দিতা ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’

গত বছরের মত এবছরও একসঙ্গে দেখা যাবে তাদের। কথা হচ্ছে মিমি চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়ের। পুজোয় নন্দিতা ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’ ছবিতে অ্যাকশন অবতারে দেখা মিলেছিল মিমি ও আবিরের । আর সেভাবেই এবার ‘আলাপ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। হ্যাঁ, এমনটাই বন্দোবস্ত করে ফেলেছে প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মস ও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। সরস্বতী পুজোর দিনই সুরিন্দর ফিল্মস ঘোষণা করল তাদের নতুন ছবির পোস্টার । যেহেতু বুধবার ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেমের দিবসও, তাই এদিনকেই বেছে নেওয়া হল প্রেমের ছবির ঘোষণার জন্য। ছবির নাম ‘আলাপ’।

প্রযোজক সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে, মিমি ও আবিরের এই ছবি রোমান্টিক কমেডি ঘরানার। যার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

এই ছবিতে মিমি ও আবিরের পাশাপাশি দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দাকে। চলতি বছরেই মুক্তি পাবে মিমি ও আবিরের ‘আলাপ’। প্রযোজক সংস্থা জানিয়েছে, এই ছবির মধ্যে দিয়ে বহুদিন বাদে শুদ্ধ প্রেমের ছবির স্বাদ পাবে দর্শক। এই মুহূর্তে আবির ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ছবির শুটিংয়ে। এই ছবিতে আবির জুটি বেঁধেছেন শুভশ্রীর সঙ্গে।

Related Articles

Leave a Comment