Home খেলাধুলাক্রিকেট Virat জ্বরে আক্রান্ত অনুগামীরা

Virat জ্বরে আক্রান্ত অনুগামীরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিরাট কোহলির শেষ আইপিএল সেঞ্চুরি এসেছিল এখানেই। সেই অর্থে ইডেন গার্ডেন্স তার পয়া মাঠ। কোহলির ব্যাট থেকে রানের বৃষ্টি দেখার অপেক্ষায় থাকবেন শহরের ক্রিকেটপ্রেমীরা। ইডেন গার্ডেন্সে বিরাট ম্যাচ। বিরাট কোহলিকে দেখতে ভিড় জমাবে বঙ্গবাসী।

 

গতকাল, জোস বাটলার-ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া শো দেখার পর আজ বিরাট, রাহুল, দুপ্লেসি, দীনেশ কার্তিক শো দেখার অপেক্ষা। ইডেনে এলিমেনটর ম্যাচে মুখোমুখি লিগ পর্যায়ে তিন ও চারে থাকা লখনৌ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। বুধবার যারা হারবে তারা বিদায় নেবে।

 

আর জয়ী দল শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার টু-তে খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। কোয়ালিফায়ার টু ম্যাচে জয়ী দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে ফাইনালে। তবে এই ম্যাচের ক্ষেত্রে বিশেষভাবে সকলের নজর রয়েছে বিরাট কোহলির দিকেই।তাঁর বহু সাফল্যের সাক্ষী ইডেন।

 

 

তাই পয়া মাঠ থেকেই আবার নিজেকে নতুন করে ফিরে পেতে চাইছেন বিরাট।  এই ম্যাচের আগে থেকেই বিরাট জ্বরে আক্রান্ত সকলেই ইতিমধ্যেই ইডেন গার্ডেনের সামনে ভিড় জমিয়েছেন তার অনুগামীরা। বিরাট অনুগামীরা আশা করছেন যে এই ম্যাচে ফুল ফর্মে ফিরে আসবেন বিরাট। এবার দেখার পয়া ইঢেন গার্ডেনসে বিরাট কোহলি আবারো নিজের ফর্মে ফিরতে পারেন কিনা সে দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

Related Articles

Leave a Comment