কলকাতা টুডে ব্যুরো:স্টার অব গভর্নেন্স- স্কচ “অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর।১৮ ই জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে।
বৃহস্পতিবারই এই পুরস্কারের কথা জানানো হয়েছে রাজ্যকে। স্কচ স্টেট অব গভর্ন্যান্স রিপোর্ট, ২০২১- এই ক্যাটাগরিতে বেছে নেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকে। এদিনেই সম্মান পাওয়ার পর টুইট করে খোঁজ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
I am happy to announce that West Bengal has topped in the Education sector nationally in the ‘SKOCH State of Governance Report 2021’. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2022
স্কচ গ্রুপ সাধারণত আর্থ- সামাজিক বিষয় নিয়ে কাজ করে। তারাই এই পুরস্কার দেয়। এর আগেও রাজ্য একাধিক বিভাগে কাজের জন্য এই স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই স্কচ আওয়ার্ড।
আরও পড়ুনঃ আত্মঘাতী হওয়ার কয়েকঘন্টা আগেও ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন বিদিশা
এর আগেও রাজ্য একাধিক বিভাগে কাজের জন্য এই স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই স্কচ আওয়ার্ড। বিশেষত করোনা-কালে ভাল কাজের স্বীকৃতি হিসেবে আগেই শিক্ষা দফতরকে সম্মানিত করা হয়েছে।