কলকাতা টুডে ব্যুরো:পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত রাজ্য। রাজ্যের একাধিক জায়গা বিগত দিনে রণক্ষেত্রের ছেহারা ধারণ করেছে এর জেরে। হাওড়ায় হিংসার ছবি দেখা গিয়েছে। একই ছবি উঠে এসেছে, নদিয়া, মুর্শিদাবাদ থেকে। আজকে সকালে উত্তর ২৪ পরগনাতেও এর আঁচ পড়েছে।
এই আবহে বর্তমান রাজ্য সরকারকে দুষলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন বেলপাহাড়ি গিয়ে তিনি নুপুরের মন্তব্য নিয়ে বলেন একটা মেয়েকে কি বলেছে তা নিয়ে এত ভয় কেন পাচ্ছে তৃণমূল।”
তিনি আরও বলেন ,”যেভাবে নরেন্দ্র মোদির কাজ করছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা তারা সহ্য করতে পারছি না সেই কারণে রাস্তায় এভাবে হিংসা ছড়িয়ে দিচ্ছে তৃণমূল।”
আরও পড়ুনঃ ১৫ জুনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, জানাল হাওয়া অফিস
এদিন দিলীপ ঘোষ বলেন ,”তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিন দিলীপ ঘোষ বললেন মোদি সরকারকে বদনাম করার চেষ্টা করছে তবে তাতে কোনো দিনই সফলতা পাবে না।”