Home সংবাদআবহাওয়া ১৫ জুনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, জানাল হাওয়া অফিস

১৫ জুনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, জানাল হাওয়া অফিস

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও তিনদিন যাবৎ আবহাওয়ায় বড়োসড়ো বদল ঘটেছে। বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। বুধবারের পর থেকে সেই স্বস্তি আরো বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর অফিস।

 

দক্ষিণে আর কয়েকদিনের মধ্যেই ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ থেকে ১৫ জুনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবারও সন্ধের দিকে কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে।

 

 

বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে সিকিমেও।

Related Articles

Leave a Comment