Home রাজনৈতিক ‘অসাংবিধানিক মন্তব্য প্রত্যাহার করুন’, মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি রাজ্যপালের

‘অসাংবিধানিক মন্তব্য প্রত্যাহার করুন’, মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি রাজ্যপালের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুলো:বুধবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির দশ জনের এক প্রতিনিধি দল। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের এক কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রেক্ষিতে নালিশ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে এই নিয়ে একটি চিঠিও দিয়েছেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। তার প্রেক্ষিতেই এবার মুখ্যমন্ত্রীকে ওই মন্তব্য প্রত্যাহার করতে বললেন রাজ্যপাল।

 

 

এর পরিপ্রেক্ষিতে মমতাকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল ।চিঠিতে রাজ্যপাল লিখেছেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ১০ ​​সদস্যের প্রতিনিধিদল, আপনার ২৮ জুন আসানসোল বিবৃতির জন্য সাংবিধানিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। যেখানে ২১ জুলাইকে বিজেপির বিরুদ্ধে ‘জিহাদের দিন’ হিসাবে ঘোষণা করা হয়েছে।

 

ভিডিয়োতে প্রকাশিত বিবৃতিটি সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং সাংবিধানিক নৈরাজ্যের ইঙ্গিত দেয়। যিনি সংবিধানের শপথ নিয়েছেন এবং যিনি মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত, তাঁর মুখে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণার কোনও যুক্তি বা কারণ পাওয়া যায় না। এমন অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী আর কিছু হতে পারে না। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই, আমি ইঙ্গিত দিয়েছি যে রাজ্যে শাসন ব্যবস্থা সংবিধান এবং আইন থেকে বহু দূরে।”

 

আরও পড়ুনঃ সপ্তাহের শেষ দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

 

রাজ্যপাল জানিয়েছেন, “আমি আপনার এই বক্তব্য অত্যন্ত ব্যতিক্রমী বলে গ্রহণ করছি । গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিকতা রক্ষা করার জন্য, আপনাকে ২১ জুলাই বিজেপির বিরুদ্ধে ‘জিহাদ’-এর এই অসাংবিধানিক ঘোষণাটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।”

Related Articles

Leave a Comment