Home সংবাদসিটি টকস বার্মিংহ্যামে Commonwealth Games-এ ভারতের জন্য তৃতীয় সোনা আনল বাংলার ছেলে অচিন্ত্য, শুভেচ্ছা বার্তা Modi-Mamata-র

বার্মিংহ্যামে Commonwealth Games-এ ভারতের জন্য তৃতীয় সোনা আনল বাংলার ছেলে অচিন্ত্য, শুভেচ্ছা বার্তা Modi-Mamata-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মঞ্চে বাংলাকে গর্বে ভরিয়ে দিলেন অচিন্ত্য শিউলি। ভারোত্তলন ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক জিতেছে। যা সত্যিই আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত। ওকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমার সাফল্য দেশের অগণিত ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনার ভবিষ্যতের জন্য অল দ্য বেস্ট!’

অচিন্ত্য স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য।

মোদী লিখেছেন, ‘আমাদের দল কমনওয়েলথ গেমসের জন্য রওনা হওয়ার আগে, আমি অচিন্ত্য শিউলির সঙ্গে কথা বলেছিলাম। ওর মা এবং ভাইয়ের কাছ থেকে ও যে সমর্থন পেয়েছিল, তা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আমি আশা করি, পদক জয়ের পর ও এখন একটি ছবি দেখার সময় পাবে।’

Topics

Commonwealth Games Birmingham Mamata Banerjee Achinta Sheuli  Weightlifting Gold Medal Sports  Kolkata

Related Articles

Leave a Comment