Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৪০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ০২০ জনের।

 

দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৪  হাজার ৪২০। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা একদিনে বেড়েছে প্রায় ১৮৪৪। শতাংশের নিরিখে ০.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ২০৮ জন। দেশে বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। মৃত্যু হার ১.২১ শতাংশ। এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ২০ জন।

আরও পড়ুনঃ মা হতে চলেছেন আলিয়া ভাট

 

রাজ্যভিত্তিক করোনা পরিস্থিতির দিকে নজর দিলে সংক্রমণে এগিয়ে সেই মহারাষ্ট্র। রবিবারই সে রাজ্যে ৬,৪৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। মুম্বইয়ের পর সংক্রমণ বেশি তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাত, তেলেঙ্গনার মতো রাজ্য।

Related Articles

Leave a Comment