Home ENTERTAINMENTBOLLYWOOD (Bengali) মা হতে চলেছেন আলিয়া ভাট

(Bengali) মা হতে চলেছেন আলিয়া ভাট

by Soumadeep Bagchi

ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। ক্যামেরার দিকে পিছন করে বসে রণবীর কপূর। সামনে মনিটরে নতুন প্রাণের স্পন্দন। তাতে ‘হার্ট’ ইমোজি বসানো। আর তার পরের ছবিতে দেখা গেল সপরিবারে এক সিংহকে। সিংহ, সিংহী ও তাদের সন্তান। আলিয়া ভট্ট পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরতে শুরু করেছে কমেন্ট বক্স।

Related Articles

Leave a Comment