Jaynagar Murder : সন্দেহ দানা বাঁধছিল আর পরিণতি মৃত্যু। সন্দেহের বশে স্ত্রীর গলার নলি কেটে খুন করল স্বামী।ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। মৃতার নাম অপর্ণা বৈদ্য। বয়স ২৮ বছর। খুনের পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। নাম পরিমল বৈদ্য। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
মগরাহাট এলাকার বাসিন্দা অপর্ণা বৈদ্য ১৭ বছর আগে বিয়ে করেন পরিমল বৈদ্য নামে এক ব্যাক্তিকে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। সোশ্য়াল মিডিয়ায় রিলস বানাতে ভালবাসতেন অপর্ণা। সোশ্যাল মিডিয়ায় অপর্ণার বেশ কিছু বন্ধুবান্ধব থাকায় সেই নিয়ে শুরু হই অশান্তি, তার থেকেই সমস্যার সূত্রপাত। এর জেরে অশান্তি লেগে থাকত স্বামী স্ত্রীর মধ্যে। মাঝখানে কিছুদিন স্বামীকে ছেড়ে পালিয়েও গিয়েছিলেন অপর্ণা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে জানিয়েছে, প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত। এদিন সে যখন টিউশন পড়তে যায়, তখন এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।