Dunki Release
আর কিছু সময়ের অপেক্ষা প্রেক্ষাগৃহে আসছে ‘ডাঙ্কি’। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার এই ছবির খেলা দেখানোর পালা! ২০২৩ যেন এস আর কে-এর পিছু ছারছেনা। আট মাসের ব্যবধানে দুটো ব্লকবাস্টার সিনেমা। বছরের শেষে এবার আসতে চলেছে ‘ডাঙ্কি’।যা শুধু এখন হিট করার পালা। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ‘ডাঙ্কি’ রিলিজের (Dunki Release) আগে কলকাতাকেও ভালোবাসা জানালেন শাহরুখ।
viral on social media
রবিবার সিনেমার প্রচারের জন্য দুবাইয়ে উড়ে গিয়েছেন বাদশা। সেখান থেকেই সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের দর্শকদের দিকে নজর রেখেছেন কিং খান।
দেশের সমস্ত পেক্ষাগৃহে ‘ডাঙ্কি’র অগ্রিম বুকিংয়ে অনুরাগীরা কতটা আগ্রহী সেই দিকেও নজর রাখছেন কিং খান । স্বাভাবিকভাবে কলকাতার দিকেও তাঁর কড়া নজর রয়েছে।
Shah rukh khan on west bengal
এমনিতেই বাংলা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক বরাবর। ‘পাঠান’ হোক কিংবা ‘জওয়ান’, তেইশে শাহরুখ খানের সুপারহিট প্রত্যাবর্তনে পশ্চিমবঙ্গের অনুরাগীদের উত্তেজনাও কম ছিল না। দুটি ছবির ক্ষেত্রেই দলে দলে হল ভরিয়ে দিয়েছেন তাঁরা। ‘ডাঙ্কি’র আগেও সেই একইরকম উত্তেজনা ধরা পড়ল।
kolkata fanclub on SRK
শাহরুখ খানের কলকাতার বিভিন্ন ফ্যানক্লাবের তরফে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’র টিকিট কেনার জন্য ইতিমধ্যেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে। শুধু তাই নয়, অগ্রিম বুকিং খুলতেই মিষ্টি বিলি শুরু করেন কলকাতার অনুরাগীদের একাংশ। আর এক্স হ্যান্ডেলে সেই টুইট নজরে পড়তেই শেয়ার করে বাংলার ভক্তদের ভালোবাসা আরও দ্বিগুন বাড়িয়ে দিলেন উজার কিং খান। লিখলেন, “ধন্যবাদ কলকাতা। তোমাদের সঙ্গে দেকা করার জন্য মুখিয়ে রয়েছি। অনেকটা ভালোবাসা।” ‘ডাঙ্কি’ মুক্তির যে আর ৪ দিন বাকি, টুইট করে সেকথাও মনে করিয়ে দিলেন বলিউড বাদশা।
Also Read; Dunki Movie Advance Bookings Soar in North America