Home NEWSCURRENT UPDATE মমতা-মোদী বৈঠক: আর্থিক বিনিয়োগ, ভবিষ্যতের পরিকল্পনা আলোচনা

মমতা-মোদী বৈঠক: আর্থিক বিনিয়োগ, ভবিষ্যতের পরিকল্পনা আলোচনা

by Web Desk
Mamata-Modi meeting: Financial investments, future plans discussed

সকাল ১১টা নাগাদ শুরু হয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে রয়েছেন মমতা এবং তাঁর সাংসদদের দল।

প্রধানমন্ত্রীকে  ১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব , জানালেন মমতা

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে  ১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব , জানালেন মমতা।  বললেন, ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন।’’ প্রাপ্য টাকা বাংলা পাবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রীর আশ্বাস তবে কি, মমতা বলেছেন, ‘‘কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’ এপ্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব।’’

নির্ধারিত সময়ের আগেই ২০ মিনিটে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সম্পন্ন হয় মুখ্যমন্ত্রী মমতার

নির্ধারিত সময়ের আগেই ২০ মিনিটে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সম্পন্ন হয় মুখ্যমন্ত্রী মমতার। তার ঠিক পরেই নতুন সংসদ ভবন থেকে কয়েক মিনিটের দূরত্বে বিজয় চকে সাংবাদিক বৈঠক করেন মমতা।

শুভেন্দু অধিকারীর চিঠি পৌঁছয় মোদীর  কাছে

অন্যদিকে সুত্রের খবর অনুযায়ী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠি পৌঁছয় মোদীর  কাছে।

Also Read: সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা, আর তাই মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা

Related Articles

Leave a Comment