কলকাতা টুডে ব্যুরো:উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ও মৌসুমী অক্ষরেখার বিহার -ঝাড়খন্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গবসাগর পর্যন্ত বিস্তৃত।এর প্রভাবে দক্ষিণবঙ্গে ২৩ ও ২৪ তারিখের বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে বলে পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হলো এদিন বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা ঝারগ্রাম,বীরভূম, মুর্শিদাবাদ হাওড়া,হুগলি এইসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ থেকে ২৭ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে।
উত্তরবঙ্গে ২৪ ঘন্টায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ২৪ ও ২৫ তারিখ উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমবে। ২৭ তারিখ থেকে আবার বাড়বে বিশেষ করে উত্তরের পাঁচটা জেলা দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি কোচবিহার,আলিপুরদুয়ার জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা।
Topics
Alipore Weather Office Rainfall Temperature Administration kolkata