Home সংবাদসিটি টকস ‘পয়সা খায় বিল্ডিং বিভাগ আর থানা, বদনাম হয় কাউন্সিলরে,’ মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের

‘পয়সা খায় বিল্ডিং বিভাগ আর থানা, বদনাম হয় কাউন্সিলরে,’ মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শনিবার টক টু মেয়রে একটি ফোন এসেছিল। সেখানে অভিযোগ করা হয় বেআইনি নির্মাণ নিয়ে। এরপরই বিল্ডিং বিভাগ ও পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পুরসভার সূত্রে খবর, এদিন ফোন করে মেয়রকে বেআইনি নির্মাণের অভিযোগ জানান এক ব্য়ক্তি। কলকাতা ৫৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।  ওই ব্যক্তির দাবি, গত এক সপ্তাহে তাঁর এলাকায় ৬৯ বেআইনি নির্মাণ হয়েছে! পুরসভায় অভিযোগও জানিয়েছিলেন। তখন বলা হয়েছিল, এক সপ্তাহ পর যোগাযোগ করা হবে। কিন্তু পুরসভার তরফে কেউ এখনও যোগাযোগ করেননি।

মেয়র বলেন, ‘কাউন্সিলররা প্রশাসনের অংশ নন। ফলে কোনও কাউন্সিলরের কাছে পাঠানো হয় না যে, তাঁর এলাকায় কোনও আইনি আর কোন বেআইনি। যদি বেআইনিভাবে প্ল্যান অনুমোদন করা হয়, তাহলে সেটা প্রশাসন করে, আমাদের বিল্ডিং বিভাগ করে। এখন যদি সেটা বেআইনি হয়, তাহলে ধরে নেব, বিল্ডিং বিভাগের গাফলতি কিংবা আন্ডার টেবিল! যদি অভিযোগ জানানোর পর থানা ব্যবস্থা না নেয়, তাহলে সেটাও তাই’।  তাঁর আরও বক্তব্য, ‘অকারণে কাউন্সিলদের উপর বদনাম এসে পড়ে। কাউন্সিলররা তো জানেনই না, কোনটা আইনি আর কোনও বেআইনি’।

ফিরহাদের মন্তব্য, ”আমি কলকাতা পুরসভার মেয়র হিসেবে বলছি, এটা একমাত্র সম্পূর্ণভাবে জানতে পারে প্রশাসন। অর্থাৎ পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টে। যদি বিল্ডিং ডিপার্টমেন্টে বলে, এটা বেআইনি হচ্ছে, তাহলে আমরা জেনে যাব যে এটা বেআইনি ভাবে তৈরি হয়েছে। সেখানে থানায় অভিযোগ জানানো হলে আমরা থানার সঙ্গে যোগাযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তা নইলে কাউন্সিলর এ বিষয়ে কিছু জানতেই পাবে না। কাউন্সিলর পক্ষে সবটা জানা সম্ভব না। এইভাবেই আজ কাউন্সিলরদের স্বপক্ষে সাওয়াল করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং।

Topics

Firhad Hakim BJP TMC Administration Kolkata

Related Articles