Home Business (Bengali) একাধিক নীতি ঘোষণা, কি হতে চলেছে এবারের সম্মেলনে ?

(Bengali) একাধিক নীতি ঘোষণা, কি হতে চলেছে এবারের সম্মেলনে ?

by Web Desk

গত বছরের সম্মেলনে যেই ১৩৭টি সমঝোতা এবং আগ্রহপত্র স্বাক্ষর হয়েছিল। প্রায় ৩.৪২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ছিল। যাতে অন্তত ৪০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সেই সংখ্যা এবারের সম্মেলনকে টেক্কা দিতে পারে কিনা সেদিকেই নজর পর্যবেক্ষক শিবিরের।একাধিক নীতি ঘোষণা, কি হতে চলেছে এবারের সম্মেলনে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই রিলায়্যান্স-কর্তা মুকেশ অম্বানির সম্মেলনে আসা নিশ্চিত হয়েছে। আদানী গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং তাঁর পুত্র কর্ণকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রিত হীরানন্দানি গোষ্ঠীর কর্ণধার নিরঞ্জন হীরানন্দানিও। উইপ্রোর অন্যতম কর্তা রিশাদ প্রেমজি, টিভিএস-কর্তা আর দীনেশ ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন। থাকবেন ২৮টি দেশের প্রায় আড়াইশো জন প্রতিনিধি।

দফতর সূত্রের দাবি, এখন রাজ্যে প্রায় ৯০ লক্ষ এমএসএমই ইউনিট রয়েছে, যা দেশের ১৪%। এই সম্মেলনে বস্ত্র শিল্পে উৎসাহ ভাতা-নীতি (টেক্সটাইল ইনসেনটিভ পলিসি) সংশোধিত রূপে তুলে ধরা হবে। তাতে জোর থাকছে হস্তচালিত তাঁত শিল্পে। কারখানার সম্প্রসারণেও এই নীতির সুবিধা মিলবে। এমএসএমই-র এক কর্তার কথায়, “এখন রাজ্যে প্রয়োজনীয় কাপড়ের মধ্যে ২ কোটি মিটার তৈরি করা যাচ্ছে। আগামী বছর পুরো ৫ কোটি মিটার কাপড়ই তৈরি করা সম্ভব হবে।”

এমএসএমই দফতর সূত্রের খবর, চামড়া রফতানির প্রশ্নে দেশের মধ্যে ১২% অবদান এ রাজ্যের। তাই এবছরও নতুন বিনিয়োগের আশা করা হচ্ছে। সিআইআইয়ের পূর্বাঞ্চলের চেয়ারম্যান শিব সিদ্ধান্ত কল বলেছেন, ‘‘অর্থনীতির পাশাপাশি, সামাজিক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যে উৎপাদনশীল কর্মসংষ্কৃতি গড়ে তুলেছে। রাজনৈতিক স্থিরতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও লগ্নির বাস্তবায়নকে সফল করে তোলে।’’ এখন দেখার এই সম্মেলনে আর কি কি নতুন চমক থাকে।

 

 

Related Articles

Leave a Comment