নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে শিকে ছিঁড়ল। জাতীয় দলে সুযোগ পেলেন সূর্যকুমার যাদব। একা সূর্য নন, ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলার পুরস্কার পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকা ঈশান কিশান ও সূর্যকুমার যাদব।
ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন দুই তরুণ।
শনিবার বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে বিস্ফোরণ ঘটান ধোনির রাজ্যের ঈশান কিষাণ। ঝাড়খণ্ড অধিনায়ক ওপেন করতে নেমে মাত্র ৯৪ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মারেন ১১টি ছয় ও ১৯টি চার। ৭৪ বলে শতরান সম্পূর্ণ করেন ঈশান। এর মধ্যে আবার শেষ ২০ বলে তিনি ৭১ রান তোলেন। তবে শুধু এদিন নয়, গত বেশ কয়েকটি ঘরোয়া মরসুম ও আইপিএলে লাগাতার ভাল পারফরম্যান্স করে আসছেন বাঁহাতি ব্যাটসম্যান।
আর কাকতলীয়ভাবে এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে সুযোগ পেলেন এই তরুণ উইকেটরক্ষক। পাশাপাশি এই দলে অভিজ্ঞ ও বিস্ফোরক মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদবকেও সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকরা। বাদ যাননি আর এক বাঁহাতি ব্যাটসম্যান রাহুল তেওয়াটিয়া। যিনি মরুদেশে গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ঝড় তুলেছিলেন।
তবে ১৯ জনের এই দলে বড় চমক হলেন ভুবনেশ্বর কুমার। সামনেই আইপিএল। তারপর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ভুবির সুস্থ হয়ে জাতীয় দলে ফেরা যথেষ্ট ইতিবাচক। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে। যদিও সঞ্জু স্যামসন এই দলে জায়গা পাননি। যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী ১২ থেকে ২০ মার্চ পর্যন্ত ইয়ন মরগ্যানের দলের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিরাটবাহিনী।
এক নজরে ভারতীয় টি-২০ দলঃ
বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধওয়ন, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দূল ঠাকুর