কলকাতা টুডে ব্যুরো: বেড়ে গিয়েও আবারও কমল তাপমাত্রা। শনিবার আবারও ষোলোর ঘরে পারদ। শীতের আমেজ থাকবে আরও কয়েক দিন। আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোনও সিস্টেম রাজ্যের ওপরে নেই। এছাড়াও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস হু হু করে ঢুকছে বাংলায়। তাপমাত্রা সামান্য বাড়লেও শীতল আবহাওয়া বজায় থাকবে গোটা রাজ্য জুড়েই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ।