নিজস্ব প্রতিনিধিঃ আইএসএলের প্রথম পর্ব প্রায় শেষের পথে। শনিবার লিগের দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করে দেওয়া হল আয়োজক এফএসডিএলের তরফ থেকে। ঘোষিত সূচি অনুযায়ী আইএসএলের ফিরতি পর্বের কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।
মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে সেটি হবে এটিকে-মোহনবাগানের হোম ম্যাচ। আগামী ২৮ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে লিগের শেষ ম্যাচটি খেলবে আন্তনিও লোপেজ হাবাসের দল। ওই ম্যাচ দিয়েই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।
এর আগে আগামী ১১ জানুয়ারি অবধি অর্থাৎ প্রথম ১০ রাউন্ডের সূচি ঘোষণা করেছিল এফএসডিএল। আগামী ১২ জানুয়ারি শুরু হচ্ছে আইএসএলের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আগামী ১২ জানুয়ারি নর্থ-ইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি’র।
দ্বিতীয় পর্বে ৫৫টি লিগ ম্যাচের মধ্যে ৭টি ডাবল-হেডার রয়েছে। এসসি ইস্টবেঙ্গল লিগের শেষ ম্যাচ খেলবে আগামী ২৭ ফেব্রুয়ারি ওডিশা এফসি’র বিরুদ্ধে। উল্লেখ্য, ২০২০ শীর্ষে থেকেই শেষ করেছে এটিকে-মোহনবাগান। ঠিক পিছনে রয়েছে মুম্বই সিটি এফসি।