Home খেলাধুলাক্রিকেট ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পন্তকেই চাইছেন মোরে, অন্য যুক্তি সম্বরণের

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পন্তকেই চাইছেন মোরে, অন্য যুক্তি সম্বরণের

by Kolkata Today

চিত্তরঞ্জন খাঁড়া

ব্রিসবেনে স্পেশ্যাল ইনিংস খেলে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে সাহায্য করেছেন ঋষভ পন্ত। দিল্লির তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের রাজকীয় পারফরম্যান্স বাংলার ঋদ্ধিমান সাহার কাজটা অনেক কঠিন করে দিয়েছে। আগামী মাসে দেশের মাঠে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। শুরুতেই চার টেস্টের সিরিজ খেলবে দুই দল। তারপর ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ।

৫ই ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রথম টেস্ট। গ্লাভস হাতে প্রথম টেস্টে স্টাম্পের পিছনে কে দাঁড়াবেন? ঋষভ পন্ত নাকি ঋদ্ধিমান সাহা? প্রাক্তন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরণ মোরে কলকাতা টুডেকে ফোনে বললেন, ‘দেখুন পন্ত ম্যাচ উইনার। ঋদ্ধিমানের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু ঋষভ পন্ত দলে ভারসাম্য আনে। একজন উইকেটকিপার ব্যাটসম্যান ছয়-সাতে নেমে বড় রান করছে, দলকে জেতাচ্ছে। এটা তো উপেক্ষা করা যায় না। আমি বলব না, ঋদ্ধিমানকে না-খেলিয়ে ঋষভ পন্তকে খেলানো উচিত। আমি বলব, টেস্টে দেশের মাঠেও পন্তের খেলা উচিত।’

কিরণ মোরে আরও জানালেন, উইকেটকিপিং নিয়ে ঋদ্ধিমান সাহার সঙ্গে পন্তের তুলনা করা ঠিক নয়। বললেন, ‘ঋদ্ধিমান অনেক সিনিয়র। ৩৪-৩৫ বছর বয়স। দুর্দান্ত উইকেটকিপার। কিন্তু পন্ত শিখছে। খেলতে খেলতে অভিজ্ঞ হবে। তাই ঋদ্ধিমান সাহার সঙ্গে ঋষভ পন্তের তুলনা টানা ঠিক নয়।

আর এক প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি আলাদা। তিনি বললেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চিপকে যদি স্পিন-সহায়ক উইকেট হয়, তাহলে ঋদ্ধিমান সাহাকে খেলানো উচিত। কিন্তু স্বাভাবিক স্পোর্টিং উইকেট হলে খেলুক ঋষভ।’ ব্রিসবেনের পর ঋদ্ধিমান যে চাপে পড়ে গেলেন তা মেনে নিলেন সম্বরণ।

Related Articles

Leave a Comment