Home খেলাধুলাক্রিকেট ইংল্যান্ড সিরিজে ৫০ শতাংশ দর্শকের সামনে খেলতে পারেন কোহলিরা, চাইছে বোর্ড

ইংল্যান্ড সিরিজে ৫০ শতাংশ দর্শকের সামনে খেলতে পারেন কোহলিরা, চাইছে বোর্ড

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মাসের ৫ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ শুরু করছে ভারত। চেন্নাইয়ে প্রথম দুটো টেস্ট। সব কিছু ঠিকঠাক থাকলে কোহলিরা এবার ঘরের মাঠে দর্শকদের সামনে খেলতে পারেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টেই অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার অনুমতি দিতে চাইছে বিসিসিআই। বোর্ড সূত্রে এমনটাই জানা গিয়েছে। যেহেতু ভারতের অস্ট্রেলিয়া সফরে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তাই এই ব্যাপারে বোর্ড কথা বলতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও।

ভারতে এই মুহূর্তে ক্রিকেট, ফুটবল মিলিয়ে একাধিক টুর্নামেন্ট চললেও কোথাও দর্শকদের প্রবেশের অনুমতি নেই। ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আইএসএলও একইভাবে শুধু গোয়ায় আয়োজন করা হচ্ছে। কিন্তু সরকারের অনুমতি পেলে কোহলিদের ম্যাচে মাঠে দর্শক সমাগম হতে পারে। ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্ট চেন্নাইয়ে, বাকি দুটি আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এক সিনিয়র বোর্ড কর্তা জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত চারটে ম্যাচে ৫০ শতাংশ করে দর্শক ঢুকতে দেওয়ার ভাবনা রয়েছে। দুটি রাজ্য সংস্থার সঙ্গেই কথা বলছে বিসিসিআই। রাজ্যগুলির সরকার ও স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গেও কথা চলছে।’

ইংল্যান্ড সিরিজ ঠিকঠাক আয়োজিত হলে এবারের আইপিএল ভারতেই হবে। সেটা সীমিত সংখ্যক দর্শকের সামনেই।

Related Articles

Leave a Comment