Home খেলাধুলাক্রিকেট কামিন্সকে টপকে পিঙ্ক বল টেস্টে নয়া নজির অক্ষরের

কামিন্সকে টপকে পিঙ্ক বল টেস্টে নয়া নজির অক্ষরের

by Kolkata Today

আমদাবাদ, ২৫ ফেব্রুয়ারি: অভিষেক টেস্টে চিপকে পাঁচ উইকেট নিয়েই নজির গড়েছিলেন। দিলীপ দোশির পর দ্বিতীয় ভারতীয় স্পিনার এবং নবম ভারতীয় বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন অক্ষর। আর মোতেরায় কেরিয়ারের দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে পিঙ্ক বল টেস্টে এখনও অবধি সর্বাধিক উইকেটের মালিক হলেন গুজরাতি স্পিনার। অক্ষরের স্পিনে বিদ্ধ হয়েই ঘূর্ণি উইকেটে ধরাশায়ী হয় রুটবাহিনী।

মোতেরায় তৃতীয় টেস্টে দু’ইনিংস মিলিয়ে ৭০ রান দিয়ে ১১ উইকেট নিলেন অক্ষর। এর আগে পিঙ্ক বল টেস্ট ম্যাচে সর্বাধিক উইকেটের নজির ছিল অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের। ২০১৯-২০ ব্রিসবেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬২ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

বুধবার প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬টি উইকেট তুলে নেওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে বিপক্ষের ৫টি উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার। সবমিলিয়ে কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই অক্ষরের মুকুটে নয়া পালক।

উল্লেখ্য, বুধবার মোতেরায় বিশ্বের সবচেয়ে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে কেরিয়ারের দ্বিতীয় টেস্টে মাত্র ৩৮ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর৷ একইসঙ্গে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে প্রথম দু’টি টেস্টে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে নিসার ও হিরোয়ানির পাশে নিজের নাম লিখিয়ে ফেলেছিলেন তিনি৷ প্রথম দুই ভারতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন প্রাক্তন পেসার মহম্মদ নিসার এবং নরেন্দ্র হিরোয়ানি৷

Related Articles

Leave a Comment