Home খেলাধুলাক্রিকেট কুক-ভনদের একহাত, মোতেরায় চতুর্থ টেস্টেও একইরকম পিচ চান রিচার্ডস

কুক-ভনদের একহাত, মোতেরায় চতুর্থ টেস্টেও একইরকম পিচ চান রিচার্ডস

by Kolkata Today

আমেদাবাদ: মোতেরায় ভারত-ইংল্যান্ড পিঙ্ক বল টেস্টের পিচের সমালোচকদের একহাত নিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস৷ নাম না করে ভন-কুকদের পিচ নিয়ে সমালোচনার নিন্দা করলেন। শুধু তাই নয়, চতুর্থ তথা সিরিজের শেষ টেস্টেও একই রকম পিচ চান ‘কিং অফ ক্রিকেট’৷

মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পিঙ্ক বল টেস্টে দু’দিনের কম সময়ে ইংল্যান্ডকে হারায় ভারত৷ ১০ উইকেট তৃতীয় টেস্ট জিতে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে যায় কোহলি অ্যান্ড কোং৷ মাত্র দু’দিনে ৩০টি উইকেট পড়ায় মোতেরার পিচের সমালোচনা করেন প্রাক্তনদের অনেকে৷ কিন্তু তাঁদের সঙ্গে একমত নন রিচার্ডাস। স্পিনভুমিতে টার্নিং ট্র্যাক দেখে মোটেই বিস্মিত নন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক৷

ফেসবুকে ভিডিও পোস্টে স্যার ভিভিয়ান রিচার্ডস বলেন, ‘সম্প্রতি ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আমি প্রশ্ন শুনে বিস্মিত হয়েছিলাম। পিচ নিয়ে হাহাকার ও কান্নাকাটি দেখে অবাক হয়েছি। যারা কান্নাকাটি করছে, তাদের উচিত সিমিং ট্র্যাক নিয়ে উপলব্ধি করা যেখানে পিচে বল পড়ে হঠাৎ করে লাফিয়ে ওঠে৷’

মোতেরার পিচের সমালোচকদের একহাত নিয়ে রিচার্ডস আরও বলেন, ‘মানুষ ভুলে যায়, তারা কোথায় খেলছে৷ ভারতে খেলতে হলে এটা প্রত্যাশিত৷ স্পিন ল্যান্ডে খেলতে গেলে তোমাকে তার জন্য তৈরি হতে হবে৷ আমি বিশ্বাস করি, পিচ নিয়ে হাহাকার ও কান্নাকাটি না করে ভারতীয় দলের বিরুদ্ধে ভাল খেলার জন্য তৈরি হওয়া উচিত।’

Related Articles

Leave a Comment