Home খেলাধুলাক্রিকেট গাব্বায় জয়কে ‘৭১-এর সঙ্গে তুলনা করলেন গাভাসকর

গাব্বায় জয়কে ‘৭১-এর সঙ্গে তুলনা করলেন গাভাসকর

by Kolkata Today

ব্রিসবেন, ১৯ জানুয়ারি: ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা মাইলফলক৷ কিন্তু মঙ্গলবার গাব্বায় টিম ইন্ডিয়ার ‘অজি বধ’-কে একই আসনে রাখলেন সুনীল গাভাসকর৷ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় রাহানে অ্যান্ড কোং৷ সেই সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত৷

গাব্বায় এর আগে সবচেয়ে বেশি ২৩৬ রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। তাও সেটা ৭০ বছর আগে৷ অর্থাৎ ১৯৫১ সালে৷ গাব্বায় অস্ট্রেলিয়ার পয়মন্ত মাঠে ৩২৮ তাড়া করে জয়ের স্বপ্ন ভারতের অতি বড় সমর্থকও দেখেননি৷ কিন্তু বাস্তবে এদিন তা করে দেখালেন শুভমান গিল, ঋষভ পন্তরা৷ ব্রিসবেনে ভারতের ঐতিহাসিক জয়ের পর গাভাসকর বলেন, ‘ভারত প্রথম বিদেশের মাটিতে টেস্ট জিতেছিল ১৯৭১ সালে৷ আমি সেই দলে ছিলাম বলে বলছি না, তারপর বিদেশে ভারত টেস্ট সিরিজ জিতেছিল৷ তারপর ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো৷ সেটাও দারুণ ছিল এই কারণে যে সেই ইংল্যান্ড ঠিক তার আগে অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ জিতে ফিরেছিল৷ এই দু’টো সিরিজ জয় ভারতের যে কোনও জয়ের থেকে উপরে থাকে৷ কিন্তু আজকের এই জয় একটা মাইলস্টোন।’

গাব্বায় ভারতের এই জয়কে অসাধারণ অ্যাখ্যা দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷ ব্রিসবেন টেস্টের শেষ দিন গাব্বায় ৩২৪ রান করে জেতে টিম ইন্ডিয়া৷ এক মাসের ব্যবধানে ৩৬০ ডিগ্রি ঘুরে যায় ভারতীয়দের পারফরম্যান্স৷ ১৯ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে ৩৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত৷ যা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত৷ সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার মুখ থেকে জয় ছিনিয়ে ড্র করে টিম ইন্ডিয়া৷ আর ১৯ জানুয়ারি গাব্বায় অজিদের হারিয়ে অস্ট্রেলিয়া সফর পূর্ণ করে ভারত৷

শেষ দিন গাব্বার পিচে ৩২৪ রান তাড়া করে জয় প্রসঙ্গে গাভাসকর বলেছিলেন, ভারতের ম্যাচ জয়ের সম্ভাবনা কম৷ ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের ঠিকভাবে প্রয়োগ করতে পারলে ম্যাচ বাঁচাতে পারে৷ কিন্তু মঙ্গলবার গাভাসকরকে ভুল প্রমাণিত করে আজিঙ্ক রাহানের ভারত৷ গিলের ৯১, পূজারার ৫৬ ও পন্তের অপরাজিত ৮৯ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটে অন্যতম লড়াকু ইনিংস হিসেবে বিবেচিত হবে।যে কারণে এদিন ডনের দেশে ভারতীয় ক্রিকেটের নতুন সূর্যোদয় দেখল ক্রিকেট দুনিয়া।

Related Articles

Leave a Comment