ব্রিসবেন, ১৫ জানুয়ারি: চোটের কারণে বুমরাহ-অশ্বিনকে মাঠে নামানো সম্ভব হয়নি। তবু সিরাজ, শার্দূল ও অভিষেককারী অফস্পিনার ওয়াশিংটন সুন্দর প্রথম তিন ঘণ্টায় উইকেট দিয়েছেন। কিন্তু এরপর ভারতীয়দের ক্যাচ মিসের মাশুল গুণতে হচ্ছে। চলতি সিরিজের চেনা ছবি যেটা। এরমধ্যেই আরও এক চোট। বুমরাহ, অশ্বিন, জাদেজাদের সঙ্গে চোটের তালিকায় এবার নাম লেখালেন নবদীপ সাইনি। বোলিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন এই ডান হাতি পেসার। বিসিসিআই-এর মেডিক্যাল টিম সাইনির চোটের পর্যবেক্ষণ করছে। স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। চোট গুরুতর হলে গাব্বায় আরও বিপদে পড়বে ভারত। অনভিজ্ঞ বোলিং আক্রমণ ভোগাতে পারে দলকে। বাধ্য হয়ে চা-বিরতির পর অধিনায়ক রাহানে বল তুলে দিয়েছেন রোহিত শর্মার হাতে। মিডিয়াম পেস বোলিং করলেন টিম ইন্ডিয়ার হিটম্যান। গোটা সিরিজেই ক্যাচ মিসের খেসারত দিতে হচ্ছে ভারতকে। তৃতীয় সেশনের শেষ ঘণ্টায় থিতু হয়ে যাওয়া দুই অজি ব্যাটসম্যান লাবুশানে ও ম্যাথু ওয়েডকে আউট করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন বাঁহাতি পেসার টি নটরাজন। কিন্তু তার আগে দুবার জীবন ফিরে পেয়ে পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন মারনাস লাবুশানে। অস্ট্রেলিয়াকেও ভাল জায়গায় পৌঁছে দিলেন। লাবুশানের ব্যক্তিগত ৩৭ রানের মাথায় নবদীপ সাইনির বলে গালিতে দিনের সহজতম ক্যাচ ফেলেন অধিনায়ক রাহানে। সেই ডেলিভারি করার পরেই কুঁচকির চোটে মাঠ ছাড়েন সাইনি। চোট-আঘাতে অভিনব রেকর্ডও করে ফেলল টিম ইন্ডিয়া। চার টেস্টের সিরিজে ২০ জন ক্রিকেটার খেলল। এমন নজির এই প্রথম। একমাত্র আজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাই সিরিজে চারটে টেস্ট খেলেছেন।
লাবুশানে, ওয়েড ফেরার পর সেখান থেকে অজি ইনিংসকে স্বচ্ছন্দে এগিয়ে নিয়ে যাচ্ছে টিম পেইন (অপরাজিত ৩৮) ও ক্যামেরন গ্রিন (অপরাজিত ২৮)-এর অবিচ্ছেদ্য জুটি। গাব্বায় চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর ৫ উইকেটে ২৭৪। নবদীপ সাইনিকে চলতি টেস্টে আর না পাওয়া গেলে চার বোলারে খেলতে হবে ভারতকে। সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে অধিনায়ক আজিঙ্ক রাহানের সামনে সন্দেহ নেই।
এদিকে টেস্টে ৫ বোলার নিয়েই আক্রমণে যেতে পছন্দ করে টিম ইন্ডিয়া। একাধিক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেও সেই ফর্মুলা থেকে সরেনি ভারতীয় দল। ৪ পেসার এবং ১ স্পিনার-অলরাউন্ডার কম্বিনেশন নিয়ে শুক্রবার ব্রিসবেনে গাব্বায় নেমেছে ভারত। টেস্ট ক্রিকেটে এই ৫ বোলারের মিলিত অভিজ্ঞতা মাত্র ৪ ম্যাচের।
শুক্রবার গাব্বায় টেস্ট অভিষেক হল বাঁহাতি পেসার টি নটরাজন এবং স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। এই ম্যাচে ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ, যাঁর অভিষেক ঘটে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে। সঙ্গে রয়েছেন নবদীপ সাইনি যিনি আগের ম্যাচেই সিডনিতে অভিষেক ঘটিয়েছেন টেস্টে। এছাড়াও খেলছেন শার্দূল ঠাকুর, যাঁর অভিষেক হয় ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে মাত্র ১০ বল করেই চোটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সব মিলিয়ে ভারতীয় বোলিং আক্রমণের মিলিত টেস্ট অভিজ্ঞতা ৩ ম্যাচ ১০ বলের।