Home খেলাধুলাক্রিকেট টস না জিতলে চিপকে দ্বিতীয় টেস্ট জেতা কঠিন রুটদের, বললেন নাসির হুসেন

টস না জিতলে চিপকে দ্বিতীয় টেস্ট জেতা কঠিন রুটদের, বললেন নাসির হুসেন

by Kolkata Today

চেন্নাই, ৯ ফেব্রুয়ারি: চিপকে সিরিজের প্রথম টেস্টে ভারতকে কার্যত পর্যুদস্ত করেছে ইংল্যান্ড। ২২৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে রুটবাহিনী৷ ১৩ তারখি থেকে এই চিপকেই শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট৷ কিন্তু টস না-জিতলে এই টেস্টে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখছেন না প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হোসেন৷

টস জিতে প্রথম ইনিংসে রুটের দুরন্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে ৫৭৮ রানের পাহাড় প্রমাণ স্কোর খাড়া করেছিল ইংল্যান্ড৷ তাড়া করতে নেমে ৩৩৭ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা ইংরেজদের ১৭৮ রানে বেঁধে রাখে৷ কিন্তু প্রথম ইনিংসে ২৪১ রানে এগিয়ে থাকায় বিরাটদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান৷ চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ইংরেজ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন বিরাটরা৷ মাত্র ১৯২ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়া৷

প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের রেস টেনে স্কাই স্পোর্টসে নিজের কলামে হোসেন লেখেন, ‘ভারত সিরিজে ফিরবে, এটা মাথায় রেখে ইংল্যান্ডকে মাঠে নামতে হবে৷ অস্ট্রেলিয়াতেও ভারত প্রথম টেস্টে হেরেছিল৷ মাত্র ৩৬ রানে অল-আউট হয়েছিল৷ কিন্তু তারপরও সিরিজ জিতেছে৷ দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড টস হারলে তাদের পক্ষে কঠিন হবে৷ তবে ওরা এখনও পর্যন্ত তাদের সেরাটা দিয়েছে৷’

চিপকে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই টেক্কা দিয়েছে ইংল্যান্ড। রুটদের প্রশংসা করে নিজের কলামে হোসেন লেখেন, ‘ভারত সফরে ইংল্যান্ডকে সবাই উড়িয়ে দিয়েছিল৷ অনেকেই বলেছিল ভারত ৪-০ জিতবে। কেউ ইংল্যান্ডের জয়ের সম্ভাবনার কথা বলেনি৷ অস্ট্রেলিয়ায় সিরিজ জেতায় ভারত এগিয়ে থেকে শুরু করেছিল৷ বিরাট কোহলি ফেরায় ওদের শক্তি আরও বেড়েছে৷ ভারতের মাটিতে ভারতকে হারানো সত্যিই কঠিন৷’

চেন্নাইয়ে ভারতকে হারিয়ে বিদেশের মাটিতে টানা ছ’টি টেস্ট জিতেছে রুট অ্যান্ড কোং৷ শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ জেতার পর ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড৷ এই প্রসঙ্গে প্রাক্তন ইংল্যান্ডের অধিনায়কের বক্তব্য, ‘ইংল্যান্ডের এই জয় প্রশংসা প্রাপ্য। বিশেষ করে বিদেশের মাটিতে। শেষ বল পর্যন্ত ওরা লড়াই করেছে। এটা ধরে রাখতে হবে।’

Related Articles

Leave a Comment