Home খেলাধুলাক্রিকেট দিনের শেষবেলায় বিরাটের উইকেট তুলে নিল ইংল্যান্ড

দিনের শেষবেলায় বিরাটের উইকেট তুলে নিল ইংল্যান্ড

by Kolkata Today

আমদাবাদ: মোতেরা টেস্টের প্রথম দিন ভাল জায়গায় ভারত। শেষবেলায় বিরাট কোহলির উইকেট নিয়ে কিছুটা হলেও শান্তিতে ঘুমোতে পারবেন ইংরেজ বোলাররা৷ তবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ঘূর্ণি পিচে অনবদ্য রোহিত শর্মা৷ দিনের শেষে ৫৭ রানে অপরাজিত ডানহাতি ওপেনার৷ ইংল্যান্ডকে ১১২ রানে শেষ করে পিঙ্ক বল টেস্টের প্রথম দিনের শেষ তিন উইকেটে ৯৯ রান তুলেছে ভারত৷

এক গুচ্ছ ক্যাচ ফেলার পর রোহিত শর্মার স্টাম্পিং মিস ভারতকে বড় রানের পথে এগিয়ে দিল ইংল্যান্ড৷ মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের প্রথম পিঙ্ক বল টেস্ট৷ যা ঠিক করে দিতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার রাস্তা৷ যার শুরুটা দুর্দান্ত করে কোহলি অ্যান্ড কোং৷ ইংল্যান্ডকে ১১২ রানে শেষ করে দিয়ে প্রথম দিনের শেষে মাত্র ১৩ রানে পিছিয়ে রয়েছে ভারত৷ হাতে রয়েছে সাত উইকেট৷ প্রথম ইনিংসে বড় রানের লিড নিতে পারলে রুটবাহিনীকে দ্বিতীয় ইনিংসে চাপে রাখতে পারবেন ভারতীয় স্পিনাররা৷

দিনের শেষে জ্যাক লিচ ক্যাপ্টেন কোহলিকে প্যাভিলিয়নে ফেরার পথ দেখালেও হাফ-সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন রোহিত৷ ৫৮ বলে ২৭ রানে লিচের স্পিনের বোল্ড হন বিরাট৷ রোহিতের সঙ্গে ১ রানে ক্রিজে রয়েছেন কোহলির ডেপুটি অজিঙ্ক রাহানে৷ ওপেনিং জুটিতে ৩৩ রান যোগ করে দলকে ভালো শুরু দিয়েছিলেন রোহিত ও শুভমন গিল৷ তবে শূন্য রানে বেন স্টোকসের হাতে জীবন পাওয়ার পরও বেশিদূর এগোতে পারেননি গিল৷ ব্যক্তিগত ১১ রানে জোফচা আর্চারের বাউন্সারে উইকেট দিয়ে আসেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার৷

তারপর চেতেশ্বর পূজারা মাত্রা চার বল ক্রিজে কাটান৷ লিচের স্ট্রেট ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সৌরাষ্ট্রের এই ডানহাতি৷ ৩৪ রানে দু’ উইকেট হারায় ভারত৷ তারপর রোহিত ও কোহলি ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান৷ দু’জনে তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন৷ লিচের বলে বিরাট প্যাভিলিয়নে ফেরার আগে তাঁর সহজ ক্যাচ মিস করেন ওলি পোপ৷

Related Articles

Leave a Comment