চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি: সাদা বলের ক্রিকেটে নীল জার্সিতে তিনি ব্রাত্য। উপেক্ষার জবাব তিনি দিয়ে চলেছেন লাল বলের ক্রিকেটে। দেশের সেরা তথা বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার একজন কার্যকরী অলরাউন্ডারও। তিনি রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ফর্মে তারকা স্পিনার।
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে দারুণ ছন্দে রয়েছেন ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি এবার ঘরের মাঠে ব্যাট হাতেও কামাল দেখাচ্ছেন তিনি। চিপকের ঘূর্ণি পিচ নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে, তখন সেই কঠিন পিচেই আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিলেন টিম ইন্ডিয়ার অ্যাশ।
মার্ক ওয় থেকে মাইকেল ভন সবাই চেন্নাইয়ের পিচের সমালোচনায় মুখর। শুধু এই মাঠের বাইশ গজ নয়, অশ্বিনকেও অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। আর তাই এবার স্বামীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের উল্টে ‘ট্রোল’ করলেন প্রীতি অশ্বিন।
যে পিচে বিরাট ছাড়া আর কেউ সফল হননি, সেখানে অশ্বিন ইংরেজ বোলারদের আক্রমণ করে টেস্ট ক্রিকেটে পঞ্চম শতরান হাঁকিয়ে ফেললেন। মাঠে বসেই সেই ইনিংসের সাক্ষী থাকল অশ্বিনের পরিবার। আর স্বামীর এমন দাপুটে ব্যাটিং দেখে নিন্দুকদের কটাক্ষ করে টুইট করলেন প্রীতি। অর্ধশতরানের পর টুইটারে লেখেন, ‘আমার স্বামী তো দেখছি সবাইকে ‘ট্রোল’ করছে।’ চিপকের তথাকথিত ‘খারাপ পিচ’-এ অশ্বিনের এই চমকপ্রদ ইনিংস দেখেই এমন টুইট করেছেন অশ্বিন-ঘরণী।