Home খেলাধুলাফুটবল ব্রাইটের বিস্ময়-গোল কাজে এল না, ফের পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

ব্রাইটের বিস্ময়-গোল কাজে এল না, ফের পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ এমন গোল দেখার জন্য তো হাজার মাইল হাঁটা যায়। এফসি গোয়ার বিরুদ্ধে এদিন পাঁচজনকে কাটিয়ে যে বিস্ময় গোল করলেন ব্রাইট এনোবাখারে তা এতদিন আমরা মেসি, ইব্রাহিমোভিচদের পা থেকে দেখে এসেছি। এফসি গোয়ার বিরুদ্ধে এদিনের বিস্ময়-গোলের পর লাল-হলুদের স্বপ্নের ফেরিওয়ালা হয়ে উঠলেন ব্রাইট। দুই ম্যাচে দুই গোল। ২২ বছরের নাইজেরীয় এই স্ট্রাইকার বুঝিয়ে দিলেন তাঁকে নিয়ে এসে কোনও ভুল করেননি রবি ফাওলার। ৭৯ মিনিটের মাথায় একক দক্ষতায় বিশ্বমানের গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বুধবার। যদিও ২ মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেয় গোয়া। সেই ডিফেন্সের ভুল। গোল পেয়ে আত্মতুষ্ট হওয়ার খেসারত দিতে হল। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।

কিন্তু কোচ রবি ফাওলারের গেম রিডিং ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছেই। ড্যানি ফক্স লাল কার্ড দেখে বেরিয়ে যান দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতেই। ৩৫ মিনিট ১০ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে। তার মধ্যেই যাঁর দুরন্ত গোলে এগিয়ে গেল দল, সেই তাঁকেই কিনা তুলে নিলেন ইস্টবেঙ্গল কোচ। ব্রাইটকে কেন শেষ মিনিট পর্যন্ত মাঠে রাখলেন না ফাওলার? কারও বোধগম্য হয়নি।

প্রথমার্ধে এফসি গোয়া একের পর এক সুযোগ পেলেও ইস্টবেঙ্গল গোলের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন দেবজিত মজুমদার। দেবজিত এদিনও বারের নীচে সেভজিত হয়ে না উঠলে গোয়া হয়তো প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যেতে পারত। সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনেও। সেট পিস থেকে দুটো সুযোগ আসে হেড করে বল গোলে রাখার। কিন্তু দুবারই ব্যর্থ হন ড্যানি ফক্সরা। মাঝমাঠে মাঘোমা এবং মহম্মদ রফিকের না থাকা যেন বারবার চোখে পড়ছিল। চোটের জন্য এদিন খেলতে পারেননি পিলকিংটন। বলের দখল অনেক বেশি নিচ্ছিলেন গোয়ার ফুটবলাররা। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স। তিনি বেরিয়ে যেতে যেন জেগে ওঠে ইস্টবেঙ্গল। ১০ জনের ইস্টবেঙ্গল বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে গোয়ার বিরুদ্ধে। মাঘোমা মাঠে নামতে আক্রমণের ঝাঁঝ আরও বেড়ে যায়। সেই মাঘোমার বাড়ানো পাস থেকেই গোল করেন ব্রাইট। মাঝমাঠে বল পেয়ে একের এক ফুটবলারকে কাটিয়ে পৌঁছে যান গোলের সামনে। পাঁচ জন ফুটবলারকে মাটি ধরিয়ে সেই গোল যেন মুগ্ধ করে দিয়েছিল ইস্টবেঙ্গল ডিফেন্সকেও। গোল খাওয়ার ২ মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেয় গোয়া। দেবেন্দ্র যখন হেড করছেন কোনও রক্ষণভাগের কোনও ফুটবলার তাকে কভার করতে আসেনি।

৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। কিন্তু কোচ রবি ফাওলারকে ভাবতে হবে দলের ডিফেন্স নিয়ে। ফক্সকে আগামী ম্যাচে না পাওয়া আরও বিপদে ফেলবে দলকে। বার বার প্রথম একাদশে পরিবর্তন বিপদে ফেলছে দলকে। শনিবার পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। রবি ফাওলারকে বুঝতে হবে, গোয়া, বেঙ্গালুরু ম্যাচ দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জায়গা নয়।

ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

Related Articles

Leave a Comment