Home খেলাধুলাফুটবল মানজির অপেক্ষায় মহমেডান, রবিবার পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া দল

মানজির অপেক্ষায় মহমেডান, রবিবার পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া দল

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার আই লিগে নতুন লড়াই মহমেডান স্পোর্টিংয়ের। প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। পয়েন্ট টেবিলে ৩ বনাম ৮ এর লড়াই। হোসে হেভিয়ার মহমেডান প্রথম ম্যাচে জয়ের পর পরের দুই ম্যাচে ড্র করে চাপে পড়েছে। অন্যদিকে, পঞ্জাব প্রথম ম্যাচ জিতে শেষ দুই ম্যাচে গোকুলাম, চার্চিলের কাছে হেরে লিগ টেবিলের নীচের দিকে অবস্থান করছে। তাই দুই দলের কাছেই জয়ের রাস্তায় ফেরার লড়াই।

মহমেডানে বেতন সমস্যা মিটে গিয়েছে। ক্লাবকর্তারা ফুটবলারদের বকেয়া মিটিয়েছেন। আবার স্প্যানিশ কোচকে নিয়ে অসন্তোষের মধ্যে বিদেশি নিয়েও সমস্যা রয়েছে। ফাতাউ ও রাফায়েলকে বাতিল করার পর দুই বিদেশি নিয়েই আপাতত খেলছে সাদা-কালো ব্রিগেড। রবিবার পঞ্জাবের বিরুদ্ধেও সেই কিংসলে ও জামাল ভুঁইয়া ভরসা। আগের ম্যাচে হেভিয়া, শঙ্করলালের দলের মাঝমাঠ অবশ্য ভাল খেলেছে। সমস্যা ফরোয়ার্ড লাইনে।

তবে স্ট্রাইকিং সমস্যা তাড়াতাড়ি সম্ভবত মিটতে চলেছে মহমেডানে। কারণ, দু’বছর আগে চেন্নাই সিটি এফসি-কে আই লিগ চ্যাম্পিয়ন করা স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো মানজি আগামী সপ্তাহে শহরে এসে পড়ে হোটেলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন। ৭ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে ফেব্রুয়ারির শুরুতে মাঠে নামবেন আই লিগ কাঁপিয়ে যাওয়া স্প্যানিশ স্ট্রাইকার। যাঁকে রাফায়েলের পরিবর্ত হিসাবে নিয়েছেন কর্তারা। অন্যদিকে, মহম্মদ ফাতাউয়ের বদলি হিসেবে নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার জন চিডিকে দলে নিয়েছে মহমেডান। মানজি, চিডি দুজনের এমআরআই রিপোর্ট দেখেই চুক্তিপত্রে সই করাবেন মহমেডান কর্তারা। তবে ফিট পেড্রো মানজি চেন্নাইয়ের পারফরম্যান্স তুলে ধরতে পারলে লিগে সাদা-আলো এক্সপ্রেস ছুটবে, সন্দেহ নেই।

তার আগে রবিবার পঞ্জাবকে হারিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া মহমেডান কোচ হোসে হেভিয়া। বললেন, ‘পঞ্জাব লিগ টেবিলে ৮ নম্বরে থাকলেও সেটা তাদের পারফরম্যান্সের সঠিক ছবিটা তুলে ধরছে না। পঞ্জাব খুব শক্ত প্রতিপক্ষ। ওদের খেলার ধরন জানি। আমাদের সতর্ক থাকতে হবে।’

Related Articles

Leave a Comment