Home খেলাধুলাক্রিকেট মেলবোর্ন থেকে চেন্নাই, আরও এক বিরাট প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার

মেলবোর্ন থেকে চেন্নাই, আরও এক বিরাট প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার

by Kolkata Today

চেন্নাই, ১৬ ফেব্রুয়ারি: মেলবোর্নের পর চেন্নাই। সিরিজে পিছিয়ে পরে আরও এক প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। গাব্বা থেকে চিপক, পন্ত থেকে অশ্বিন-অক্ষর। ফের স্বমহিমায় বিরাটের ভারত।দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজেও কি দেখা যাবে অস্ট্রেলিয়া সফরের পুনরাবৃত্তি! চিপকে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে দুরমুশ করে চার টেস্টের সিরিজে সমতা ফেরাল ভারত৷ সাড়ে তিন দিনেই ইংল্যান্ডকে শেষ করে দিলেন বিরাটের স্পিনাররা৷ ভারতের তিন স্পিনার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেট ভাগ করে নিলেন। অভিষেকেই ৫ উইকেট অক্ষর প্যাটেলের। ৩ উইকেট নেন রবিন্দ্রন অশ্বিন৷ দু’ বছর পর কামব্যাক টেস্টে ২ উইকেট ঝুলিতে কুলদীপ যাদবের।

চিপকেই প্রথম টেস্ট ২২৭ রানে হেরেছিল ভারত৷ কিন্তু ৩১৭ রানে দ্বিতীয় টেস্ট জিতে চার টেস্টের সিরিজে সমতা ফেরাল কোহলি অ্যান্ড কোং৷ রানের নিরিখে এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়৷ একই সঙ্গে এটি ভারতের পঞ্চম সর্বোচ্চ রানের টেস্ট জয়৷ দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত সেঞ্চুরির পর চিপকে ভারতের জয়টা শুধু সময়ের অপেক্ষা৷ প্রথম ইনিংসে ১৯৫ রানে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ডের সামনে ৪৮২ রানের ‘অসম্ভব’ টার্গেট দিয়েছিল ভারত৷ যা চিপকের ঘূর্ণি উইকেটে তাড়া করা সম্ভব ছিল না।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত রান তাড়া করে কোনও দল জেতেনি৷ ইংল্যান্ডও পারল না৷ ভারতীয় স্পিনের থ্রি-মাস্কেটিয়ার্সের বিরুদ্ধে ১৬৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড৷ সর্বোচ্চ রান মইন আলির। ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৮ বলে পাঁচটি ছয় ও তিনটি বাউন্ডারির সাহায্যে ঝোড়ো ৪৩ রান করেন৷ শুধু তাই নয়৷ ইংল্যান্ড ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ আসে দশম উইকেটে৷ স্টুয়ার্ট ব্রডকে নিয়ে ১৯ বলে ৩৮ রান যোগ করেন আলি৷ ইংনিসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন জো রুটের ৩৩ রান৷ ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছতে পারেননি৷ অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬০ রান দিয়ে পাঁচ উইকেটে তুলে নেন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। তবে এই টেস্ট স্মরণীয় হয়ে থাকবে রোহিত শর্মার ১৬১ রানের জন্য নয়। বরং রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান (১০৬) করে ভারতের জয়ের অন্যতম প্রধান স্থপতি চেন্নাইয়ের ঘরের ছেলেই।

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর একইভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছিল টিম ইন্ডিয়া৷ মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত৷ তারপর সিডনি টেস্ট ড্র এবং ব্রিসবেন টেস্ট জিতে চার টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নেয় টিম ইন্ডিয়া৷ ইংল্যান্ড সিরিজেও একই রকম হলে অবাক হওয়ার কিছু নেই৷ চার টেস্টের সিরিজের বাকি দু’টি টেস্ট আমদাবাদে মোতেরা স্টেডিয়ামে৷ ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচ হবে গোলাপি বলে দিন-রাতের।

Related Articles

Leave a Comment