Home খেলাধুলাক্রিকেট রুটকে ফেরাতে বিরাটদের জন্য ফিল্ডিং-ছক সাজিয়ে দিলেন মনোজ, ছবি ভাইরাল

রুটকে ফেরাতে বিরাটদের জন্য ফিল্ডিং-ছক সাজিয়ে দিলেন মনোজ, ছবি ভাইরাল

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ চিপকে সিরিজের প্রথম টেস্টে জো রুটকে থামাতে কালঘাম ছুটে গিয়েছিল ভারতীয় বোলারদের। কোনওভাবেই আউট করা যাচ্ছিল না ইংরেজ অধিনায়ককে। দু’ইনিংস মিলিয়ে ২৫৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে রুটকে দ্রুত ফেরানোর ছক কষতে হচ্ছে শাস্ত্রী-কোহলিদের। কিন্তু তার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে রুটকে ফেরানোর দাওয়াই দিলেন মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন অধিনায়ক এদিন টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে।

ছবিটি পোস্ট করার সঙ্গে মনোজ ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাট হাতে জো রুট আগুনে ফর্মে রয়েছে। তাই অশ্বিন ও ওয়াশিংটনের জন্য একটা ফিল্ডিং সাজিয়ে দিলাম, যদি ওদের কাজে লাগে। এই পরিকল্পনা শুধুই স্পিন-সহায়ক পিচের জন্যে। অন সাইডে ৭/২ ফরম্যাট থাকবে। স্লিপে ক্যাচ নেওয়ার জন্য কেউ থাকবে। আরও ভালো করে বোঝার জন্য ছবিটা জুম করে দেখতে পারেন।’

টুইট করা ছবিতে দেখা গিয়েছে, অফসাইডে শুধুমাত্র দু’জনকে রেখেছেন মনোজ। ব্যাটের খোঁচা লেগে ওঠা ক্যাচ ধরার জন্য শর্ট থার্ড ম্যান এবং মিড-অফ। রুটের প্রিয় শট সুইপ। সেটা মাথায় রেখে লেগ স্লিপ, ফরোয়ার্ড শর্ট লেগ এবং শর্ট মিড উইকেট রেখেছেন মনোজ।

বাকি চার জন ফিল্ডার রয়েছে ডিপ স্কোয়্যার লেগ, শর্ট স্কোয়্যার লেগ, ডিপ মিড উইকেট ও মিড অন। ঐতিহ্য বজায় রেখেই চিপকের পিচ স্পিনারদের সাহায্য করেছে। তাই মনোজের ফর্মুলা দারুণ জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে।

Related Articles

Leave a Comment