Home খেলাধুলাক্রিকেট রুটের রেকর্ডে চিপকে রানের পাহাড়ে ইংল্যান্ড

রুটের রেকর্ডে চিপকে রানের পাহাড়ে ইংল্যান্ড

by Kolkata Today

চেন্নাই, ৬ জানুয়ারি: ‘লঙ্কা জয়’-এর পর এবার বাইশগজে ভারতীয়দের ‘শাসন’ করছে ইংরেজবাহিনী৷ যার নেতৃত্বে স্বয়ং ক্যাপ্টেন জো রুট৷ অধিনায়কের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড৷

অধিনায়ক রুটের ২১৮, ডম সিবলের ৮৭ এবং বেন স্টোকসের ৮২ রানে ভর করে শনিবার চিপকে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ৫৫৫ রান তুলেছে ইংল্যান্ড৷ শ্রীলঙ্কা সফরে যেখানে শেষ করেছিলেন, ভারতের বিরুদ্ধে সেখানেই শুরু করলেন রুট৷ কেরিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েন ইংল্যান্ড ক্যাপ্টেন৷

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চিপকে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন রুট৷ শুক্রবার টেস্টের প্রথম দিনই কেরিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন৷ ব্যক্তিগত ১২৮ রানে এদিন শুরু করে প্রথমে দেড়শো রানের মাইলস্টোন টপকান রুট৷ সেই সঙ্গে ক্যাপ্টেন হিসেবে টানা তিনটি টেস্টে দেড়শো রানের গণ্ডি টপকে স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেন তিনি৷ তারপর ডাবল সেঞ্চুরি করে ইনজামাম উল হককে টপকে যান৷ ১৯টি বাউন্ডারি ও দু’টি ছক্কা হাঁকিয়ে ৩৪১ বলে ডাবল সেঞ্চুরি করেন রুট৷ এটি তাঁর টেস্ট কেরিয়ারে পঞ্চম দ্বিশতরান৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও রুটের ব্যাট থেকে এসেছিল ডাবল সেঞ্চুরি৷

উপমহাদেশের পিচে স্পিনারের বিরুদ্ধে রুটের মাস্টারক্লাস ব্যাটিংয়ে মুগ্ধ বিশেষজ্ঞরা৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ (২-০) জেতে ক্যাপ্টেন রুটের ব্যাটে৷ লঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টে ২২৮ এবং ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন রুট৷ আর চিপকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২১৮ রানের ইনিংস খেলে নজির গড়েন রুট৷ ম্যারাথন ইনিংস খেলে শেষ পর্যন্ত শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ইংল্যান্ড অধিনায়ক৷

সেই সঙ্গে শততম টেস্টে সর্বাধিক স্কোরের নিরিখে প্রাক্তন পাক ব্যাটসম্যান ইনজামাম উল হককে পিছনে ফেললেন রুট৷ এদিন শততম টেস্টে সর্বাধিক ১৮৪ রান ছিল হকের দখলে৷ কিন্তু শনিবার চিপকে হককে ছাপিয়ে ২১৮ রানের নতুন মাইলস্টোন স্থাপন করলেন ইংল্যান্ড অধিনায়ক৷ রুট আউট হওয়ার পর আরও এদিন ৯০ রান যোগ করে ইংল্যান্ড। ৩ উইকেটে ২৬৩ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে আরও ৫ উইকেট হারিয়ে ২৯২ রান যোগ করে রুটবাহিনী। ডম বেস ও জ্যাক লিচ ক্রিজে রয়েছেন।

Related Articles

Leave a Comment