Home খেলাধুলাক্রিকেট শামি-সাইনি এখনও ফিট নন, শেষ দুই টেস্টের জন্য দলে এলেন উমেশ

শামি-সাইনি এখনও ফিট নন, শেষ দুই টেস্টের জন্য দলে এলেন উমেশ

by Kolkata Today

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দু’টি টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই৷ মঙ্গলবারই চিপকে দ্বিতীয় টেস্ট জিতে চার টেস্টের সিরিজে সমতা ফিরিয়েছে টিম কোহলি৷ সিরিজের শেষ দু’টি টেস্ট হবে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে৷ ফিটনেস টেস্টে পাশ করলে দলের সঙ্গে যোগ দেবেন উমেশ যাদব৷ ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু তৃতীয় তথা ডে-নাইট টেস্ট৷ চোট না-সারায় বিবেচনা করা হয়নি মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাকে৷

চিপকে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে দুরমুশ করে কোহলি অ্যান্ড কোং৷ মঙ্গলবার দ্বিতীয় টেস্টে ৩১৭ রানে জয় পায় ভারত৷ রানের নিরিখে ইংল্যান্ডের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়৷ ভারতের জয়ে নেতৃত্ব দেন রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন৷ ব্যাট হাতে রান করেন ক্যাপ্টেন কোহলিও৷ কবে প্রথম ইনিংসে রোহিতের ১৬১ রানের দুরন্ত ইনিংস ভারতকে ম্যাচ এগিয়ে দিয়েছিল৷ তারপর অশ্বিনের পাঁচ উইকেট ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়৷ এখানেই শেষ নয়৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অশ্বিনের অনবদ্য সেঞ্চুরি ভারতের জয় নিশ্চিত করে দেয়৷ বাকি কাজটা করেন টিম ইন্ডিয়ার তিন স্পিনার৷

অভিষেকেই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল৷ প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁছ উইকেট তুলে নেন অক্ষর৷ ভারতের দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে (দিলীপ দোশীর পর) অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেন তিনি৷ দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ করে মোতেরায় পিঙ্ক বল টেস্টে নামছে ভারত৷

শেষ দু’টি টেস্টের দলে সেভাবে কোনও পরিবর্তন করেননি নির্বাচকরা৷ শুধু একটি পরিবর্তন করা হয়েছে৷ অস্ট্রেলিয়া সফরের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে যাওয়া উমেশ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দলে এলেন। শার্দুল ঠাকুরের জায়গায় দলে ফিরলেন। শার্দুলকে বিজয় হাজার ট্রফি খেলার জন্য রিলিজ করা হয়েছে৷ এছাড়া প্রথম টেস্টে খেলা শাহবাজ নাদিমকে রিলিজ দেওয়া হয়েছে৷ এছাড়া বাকি দল অপরিবর্তিত রেখেছে নির্বাচক কমিটি৷ সিরিজের শেষ দু’টি টেস্ট হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে৷ চতুর্থ তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ মার্চ থেকে৷

শেষ দু’টি টেস্টের দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা, শুভমন গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজরা, অজিঙ্ক রাহানে (ভাইস-ক্যাপ্টেন), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব

Related Articles

Leave a Comment