Home খেলাধুলাক্রিকেট সিরিজ ভারতই জিতবে, বলছেন সৌরভ

সিরিজ ভারতই জিতবে, বলছেন সৌরভ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সম্পূর্ণ সুস্থ ও ফিট সৌরভ গঙ্গোপাধ্যায়। যোগ দিলেন অফিসে। দু’সপ্তাহ বিশ্রামের পর সোমবার থেকে অফিস শুরু করলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বেহালায় বীরেন রায় রোডে নিজের বাড়ির পাশেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজস্ব অফিস। সোমবার সকালে সেখানেই উপস্থিত ছিলেন দাদা। সহকর্মীদের সঙ্গে দীর্ঘক্ষন কথাবার্তা, আলোচনা সারেন তিনি। মঙ্গলবার সরস্বতী পুজোর ছুটি। বাড়িতে ছুটির মেজাজেই কাটাচ্ছেন। গাঙ্গুলবাড়ির সরস্বতী পুজো তো আছেই। পাশেই স্ত্রী ডোনার বাড়িতে তাঁর নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরী’-র সরস্বতী পুজো হয় প্রতিবছর। মেয়ে সানার জন্যই পুজোয় সময় দিতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বললেন, ‘দারুণ টেস্ট ম্যাচ জিতল ভারত। ঘরের মাঠে এই ভারতকে হারানো খুব কঠিন। আশা করি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতবে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালও খেলবে ভারত।’

নতুনভাবে সেজে ওঠা আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে হবে সিরিজের বাকি দুটি টেস্ট। তৃতীয় টেস্ট গোলাপি বলে দিন-রাতের। সৌরভ এদিন বললেন, তিনি আমেদাবাদ যাচ্ছেন। নতুন মোতেরায় থাকবেন। দ্বিতীয় দফায় হৃদযন্ত্রে স্টেইন বসানোর পর ডাক্তারদের পরামর্শমতো দু’সপ্তাহ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন সৌরভ। তবে বাড়িতে থেকেই বিসিসিআই-এর সব কাজকর্ম করছিলেন অনলাইনে। এবার অফিসে গিয়ে কাজ শুরু করে দিলেন সৌরভ। সামনের সপ্তাহ থেকে বাইরে যাতায়াতও করবেন। তারমধ্যে মোতেরায় যাচ্ছেন পিঙ্ক বল টেস্টের তদারকি করতে। কয়েকদিনের মধ্যেই বিজ্ঞাপন সংক্রান্ত বেশ কয়েকটি শুটিংয়ের কাজ শুরু করবেন।

বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনটি স্টেইন বসানোর পরামর্শ দেন ডাক্তাররা। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি চিকিৎসা করেন সৌরভের। উডল্যান্ডস হাসপাতালে একটি স্টেইন বসানো হয়। দিন ছয়েক হাসপাতলে থাকার পর বাড়িতে ফেরেন সৌরভ। চিকিৎসকরা সৌরভকে সেই সময় পরামর্শ দিয়েছিলেন বাকি দুটি স্টেইন বসানোর জন্য। সৌরভের বাড়িতেই নিয়মিত চিকিৎসক-নার্স গিয়ে পরিচর্যা করেছিলেন।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে নিজের সুস্থতা প্রসঙ্গে বার্তা দেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন,”আমার মতো কমবয়সি ও ফিট মানুষের হৃদরোগের কথা শুনে আপনারা নিশ্চই অবাক হয়েছেন। তবে হৃদপিণ্ডজনীত সমস্যার বেশ কিছু কারণ থাকে। যার মধ্যে একটা হল বংশগত হৃদরোগের ইতিহাস, যেটা আমার ক্ষেত্রে হয়েছে।” সৌরভ আরও বলেন, “তিনি আগের মতোই সম্পূর্ণ ফিট। অসুস্থ হয়ে পড়ার আগে যা যা করতেন এখন ঠিক তাই তাই করছেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। পাশাপাশি তিনি তাঁর অনুরাগীদের নিয়মিত শরীরের যত্ন নেওয়া, শরীরচর্চা করা ও যথাযথ খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে বলেছেন।

Related Articles

Leave a Comment