Home খেলাধুলাক্রিকেট সৌরভ বাড়ি ফিরতেই অজি বোর্ডের উপর চাপ বাড়াল বিসিসিআই

সৌরভ বাড়ি ফিরতেই অজি বোর্ডের উপর চাপ বাড়াল বিসিসিআই

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেই ব্রিসবেনে কঠোর কোয়ারেন্টিন নিয়ম শিথিলের দাবিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াল বিসিসিআই।

চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অজি বোর্ডকে জানিয়ে দেওয়া হল, ব্রিসবেনে কোয়রান্টিনের কঠোর নিয়ম রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেদের পক্ষে মানা সম্ভব নয়।

ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্তা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান আর্ল এডিংসকে চিঠি দিয়েছেন। সেখানে সিএ-কে মনে করিয়ে দেওয়া হয়েছে, এই সিরিজ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে যে মৌচুক্তি হয়েছিল, সেখানে কোথাও বলা ছিল না, এক শহর থেকে অন্য শহরে গেলে ভারতীয় দলকে দ্বিতীয়বার কোয়রান্টিনের কঠোর নিয়ম মানতে হবে।

বিসিসিআই ঠিক কী কী দাবি জানিয়েছে, ক্যুইন্সল্যান্ডের স্বাস্থ্য দফতরই বা বোর্ডের অনুরোধ নিয়ে কী ভাবছে, জানতে চাওয়া হলে এক বোর্ড কর্তা বলেন, ‘বিসিসিআই পরিষ্কার ভাবে সিএ-কে বলেছে, তারা কোয়রান্টিনের নিয়ম শিথিল করছে, এটা লিখিত জানাতে হবে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতীয় দল সিডনিতে পৌঁছনোর পর যখন হার্ড কোয়রান্টিনে ছিল, তখন হোটেলের সব তলায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। আশা করছি, ব্রিসবেনে ভারতীয় দল পৌঁছনোর পরে সেরকম কিছু হবে না। আইপিএলে যেরকম বায়ো বাবল ছিল, আমরা সেরকম চাইছি।’’

Related Articles

Leave a Comment