Home খেলাধুলাক্রিকেট স্টার্কদের বলের আঘাতে তৈরি ক্ষত সরানোর ওষুধ হাতে পেলেন পূজারা

স্টার্কদের বলের আঘাতে তৈরি ক্ষত সরানোর ওষুধ হাতে পেলেন পূজারা

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ দু-বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের নায়ক ছিলেন তিনি। ৫২১ রান করে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। এবারের সিরিজে সেরা ফর্মে না থাকলেও দলকে কঠিন সময়ে ভরসা জুগিয়েছে চেতেশ্বর পূজারার চওড়া ব্যাট। আর শেষ টেস্টের শেষ দিন গাব্বার অজি দুর্গে পূজারার ২১১ বলে ৫৬ রান অনেক আঘাত সহ্য করে জবাবি ইনিংস। তাই তো এবারও ডনের দেশে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কাণ্ডারি চেতেশ্বর পূজারা।

কমিন্স, হ্যাজেলউড, স্টার্কদের শর্ট বলের সামনে বারবার শরীর এগিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার চিন্টু। বল লেগেছে কখনও হাতে, কখনও বুকে, আবার কখনও হেলমেটে। বলের আঘাতে ক্ষত তৈরি হয়েছে শরীরে। এবার সেই ক্ষত সারাতে ওষুধ পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার নাম্বার থ্রি। তাঁর ছোট্ট মেয়ে অদিতি ফোনে তাঁকে জানিয়েছিল, বাড়ি ফিরলে বলের আঘাতে তৈরি হওয়া ক্ষতস্থানে চুমু খেয়ে আদর করে দেবে।

পূজারা তাঁর মেয়ের সম্পর্কে বলেন, ‘‘ও যখন পড়ে যায়, তখন আমিও এমনটাই করি। তাই ওর বিশ্বাস কিস করলেই যে কোনও ক্ষত সেরে যায়।’’

কেরিয়ারের শুরু থেকেই খুব বেশি পেনকিলার বা ব্যথা কমানোর ওষুধ খেতে পছন্দ করেন না পূজারা। তিনি বলেন, ‘বড় ইনিংস খেলার অভিজ্ঞতা থাকলে এটা নিয়ে সমস্যা হয় না। আমার ব্যথা, যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আছে।’

Related Articles

Leave a Comment