সিডনি, ১০ জানুয়ারি: শনিবার সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অজি পেসার প্যাট কামিন্স যে পরিকল্পনার কথা বলেছিলেন, রবিবার চতুর্থ দিন সকালে ঠিক সেটাই করে দেখাল অস্ট্রেলিয়া। সকাল থেকে দুটো সেশন ব্যাট করে ভারতের সমনে ৪০৭ রানের লক্ষমাত্রা রাখে টিম পেইনের দল। বিশাল এই রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। কিন্তু ওপেনিং জুটিতে ৭১ রান ওঠার পর শেষবেলায় দুই ওপেনারকে হারিয়ে বেকায়দায় টিম ইন্ডিয়া। প্রথমে গিল (৩১) আউট হন। তারপরেই উইকেট ছুড়ে দিয়ে আসেন রোহিত শর্মা। উইকেটে টিকে থাকা যেখানে জরুরি সেখানে মারতে গিয়ে আউট হন হিটম্যান। রোহিত করেন ৫২ রান। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৮। ক্রিজে অধিনায়ক আজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা।
ইতিহাস তৈরি করে জেতার জন্য সিডনিতে পঞ্চমদিন ৩০৯ রান করতে হবে রাহানে অ্যান্ড কোম্পানিকে। উল্টোদিকে সিরিজে এগিয়ে যেতে হলে ৮টি উইকেট চাই অজিদের।
প্রথম ইনিংসে ৯৪ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়া ২ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে। অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা গতদিনের অপরাজিত ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানে আউট হন ৭৩ রানে। স্টিভ স্মিথ ফেরেন ৮১ রানে। ষষ্ঠ উইকেটে অধিনায়ক টিম পেইন এবং ক্যামেরন গ্রিনের ১০৪ রানের পার্টনারশিপে ৬ উইকেটে ৩১২ তুলে ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। সর্বাধিক ৮৪ রান আসে গ্রিনের ব্যাটের থেকে।
প্রসঙ্গত, ১৯৭৬ সালে পোর্ট অফ স্পেনে চতুর্থ ইনিংসে সর্বাধিক ৪০৬ রান তাড়া করে ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সেই লক্ষ্যমাত্রার ধারে কাছে কোনও রান তাড়া করে জয়ের নজির নেই কোনও সফরকারী দলের।