নিজস্ব প্রতিনিধিঃ: রয় কৃষ্ণা ঝড়ে নিভল মশাল। আইএসএলের ফিরতি ডার্বির রংও সবুজ মেরুন। বড় ম্যাচেও তরতরিয়ে ছুটল পালতোলা নৌকা। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে শুক্রবার এসসি ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল আন্তোনিও হাবাসের এটিকে মোহনবাগান। গোল করে ও করিয়ে ডার্বির নায়ক রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা ছাড়া সবুজ মেরুনের বাকি দুই গোলদাতা ডেভিড উইলিয়ামস এবং জাভি হার্নান্দেজ। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের সমতাসূচক গোলটি আত্মঘাতী। যেটা তিরি করে বসেন।
বিস্তারিত আসছে…