আমেদাবাদ, ২৫ ফেব্রুয়ারি: মোতেরায় পিঙ্ক বল টেস্ট মাত্র পৌনে দু দিনেই শেষ। জয়ের জন্য প্রয়োজনীয় মাত্র ৪৯ রান আট ওভারের মধ্যে তুলে দিল ভারত। তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে পর্যুদস্ত করে চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বিরাটবাহিনী। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল জয়ের রান তুলে দিলেন।টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের আগেই ১৭ উইকেটের পতন। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক৷ মোতেরার নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের মধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ যে পাঁচ দিন গড়াবে না, তা বোঝা গিয়েছিল প্রথম দিনেই৷ কিন্তু দ্বিতীয় দিনেই টেস্ট অন্তিমলগ্নে পৌঁছবে, তা কেউ ভাবেননি। সিরিজের তৃতীয় তথা পিঙ্ক বল টেস্ট জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ৪৯ রান৷
বিস্তারিত আসছে…