Home খেলাধুলা জন্মদিনে সৌরভের সেলিব্রেশন

জন্মদিনে সৌরভের সেলিব্রেশন

by Soumadeep Bagchi

সৌরভ গাঙ্গুলির ৫০ তম জন্মদিন। রাত ১২টার কাঁটা পেরতেই শুরু হয়ে যায় তাঁর জন্মদিনের celebration জন্মদিনে অবস্য তিনি তাঁর এই জন্মদিনে লন্ডন শহরে ছিলেন । তাঁর জন্মদিনে তাঁর চিরকালের পার্টনার সচিনের সঙ্গে তিনি তাঁর জন্মদিন পালন করেন। তবে সঙ্গে সচিন ও সৌরভের পুরো পরিবারও ছিল। এছাড়াও তার জন্মদিনের পার্টিতে BCCI এর প্রেসিডেন্ট জয় শাহ (অমিত শাহ পুত্র ) ও ছিলেন।  

 

দাদার জন্মদিন বলে কথা । তাই আজকের দিনে শহরের বিভিন্ন জায়গায় তাঁর নামের কেক কেটে সেলিব্রেট করা হয়।   

 

   

সৌরভ গাঙ্গুলীর ৫০ তম জন্মদিন উপলক্ষে আজ সিএবি তরফ থেকে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতলে, ক্যান্সার আক্রান্ত শিশুদের হাতে সিএবি তরফ থেকে তুলে দেওয়া হলো ফুড কিট,এবং শিশুরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শিশুরা হাতে তুলে দিল তাদের হাতে তৈরি গ্রিটিংস কার্ড,এবং ফুলের বুকে দিয়ে সৌরভ গাঙ্গুলী কে  জন্মদিনের শুভেচ্ছা জানালো | এবং ক্যান্সার হসপিটাল এর কর্ণধার অর্ণব গুপ্ত ক্যান্সার আক্রান্ত শিশুদের আবদার জানালেন ক্যামেরার সামনে তিনি বললেন যদি কখনো সম্ভব হয়,সৌরভ গাঙ্গুলী যেন একবারের জন্য হলেও এই হসপিটালে এসে ঘুরে যান |

Related Articles

Leave a Comment