কলকাতা টুডে ব্যুরো:কৃষকদের জন্য আশার আলো দেখাতে পারছে না আবহাওয়া দপ্তর। আগামী ৪/৫ দিনে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পাট পচানো এবং আমন ধান রোয়া য় ক্ষেত্রে বিপাকে পড়ছেন কৃষকেরা। গত কয়েকদিনের ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিচ্ছে।
কিন্তু দক্ষিণবঙ্গে জুন মাসে বৃষ্টির ঘাটতি আর জুলাই মাসের ৭ দিনেও ভারী বৃষ্টি না হওয়ায় সংকট বাড়ছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ।