ইমামি গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ইস্টবেঙ্গল, জানালেন মমতা কলকাতা টুডে ব্যুরো:শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের পর ফের ইস্টবেঙ্গল ক্লাবের সমস্যা সমাধানে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বড়সড় ঘোষণায় নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ইমামি গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রী জানান, “বাংলার ফুটবলের ঐতিহ্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়-এর
ইস্টবেঙ্গলও মোহনবাগানের মত আইএসএলে অংশ নেবে। ইমামি গ্রুপ ইস্টবেঙ্গলে বিনিয়োগ করায় ওঁদের যাবতীয় সমস্যা মিটছে।”