Home খেলাধুলাফুটবল ফুটবলের জাদুকরের হাজার তম ম্যাচ

ফুটবলের জাদুকরের হাজার তম ম্যাচ

বর্তমান ফুটবল জগতের সেরা ফুটবলারদের মধ্যে Lionel Messi এমন একটি নাম যাকে ফুটবল জগতের কিংবদন্তি বলা হয়।এই মহান ফুটবলারের জন্য একসময় বার্সেলোনা এফসি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা একটি সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল,বর্তমানে উনি পিএসজির হয়ে খেলছেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বর্তমান ফুটবল জগতের সেরা ফুটবলারদের মধ্যে Lionel Messi এমন একটি নাম যাকে ফুটবল জগতের কিংবদন্তি বলা হয়।এই মহান ফুটবলারের জন্য একসময় বার্সেলোনা এফসি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা একটি সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল,বর্তমানে উনি পিএসজির হয়ে খেলছেন।খুব কষ্টকর শারীরিক ও মানসিক প্রতিকূলতার সাথে লড়াই করেই আজ সারাবিশ্বে মেসি সুনাম ও অর্থ দুটিই অর্জন করতে সক্ষম হয়েছেন।

ইতিমধ্যেই 999 টি ফুটবল ম্যাচ খেলা হয়ে গিয়েছে Messi-‘র ।শনিবার তিনি বিশ্ব কাপের নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাজার তম ম্যাচে নাবলেন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই অনেক বেশি সংযমিত ছিলেন আর্জেন্টিনা।জীবনের হাজারতম ম্যাচে নামার আগে নিজেকে তৈরি করেছিলেন তিনি।এই ম্যাচটি ঐতিহাসিক করে রাখতে চেয়েছিলেন টিম আর্জেন্টিনাও।মেসির হাজার তম ম্যাচ নিয়ে ভক্তরা ও দলের অন্যান্যরা উচ্ছসিত ছিলেন।ম্যাচের প্রথম আর্ধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একবার messi ম্যাজিক দেখল।ম্যাচের প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।

শনিবার আর্জেন্টিনা প্রথম থেকেই পোল্যান্ড ম্যাচের মতোই বল পজিশন ধরে খেলা চালিয়ে যায় অপরদিকে অস্ট্রেলিয়াও একের পর এক আক্রমণ চালিয়ে যাই,তবে তা আর্জেন্টিনাকে বিপদে ফেলতে পারেননি।মেসিএই ম্যাচের ফ্যাক্টর তৈরি করে দিতে পারেন তাই লিওকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ান ডিফেন্স।ম্যাচের প্রথম ৩০ মিনিটের পর আক্রমণের ঝাঁঝ কিছুটা বাড়ায় আর্জেন্টিনা যার ফল মেলে ম্যাচের ৩৫ মিনিটে। বক্সের মধ্যে ছোট্ট জায়গা থেকে টার্ন করে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার ডিফেন্স ও গোলকিপারকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দিলেন messi। এরপর প্রথমার্ধে কোনও দলই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ২ বারের বিশ্বজয়ীরা।

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজ অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানের একটি ভারী স্পর্শে ধাক্কা দিয়ে দ্বিতীয় গোলের জন্য খালি জালে টোকা দেন যখন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হয়েছিল। আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের বলে ক্রেগ গুডউইনের শট জালে লেগে গেলে 77তম মিনিটে সান্ত্বনামূলক গোল করে অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Related Articles

Leave a Comment