Home খেলাধুলাফুটবল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে হার কানাডার

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে হার কানাডার

গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে। কিন্তু রানার্স ক্রোয়েশিয়া প্রথম ম্যাচেই আটকে গিয়েছিল মরক্কোর কাছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে। কিন্তু রানার্স ক্রোয়েশিয়া প্রথম ম্যাচেই আটকে গিয়েছিল মরক্কোর কাছে। ড্র করেছিলেন লুকা মদ্রিচরা। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল ক্রোটরা। কানাডাকে হারাল ৪-১ গোলে।

ক্রোয়েশিয়া শুধু জিতে ফিরল না, সেইসঙ্গে জমিয়ে দিল গ্রুপ এফ-এর সমীকরণও। টানটান পয়েন্ট টেবিল তৈরি হল। ক্রোয়েশিয়ার সঙ্গেই চার পয়েন্টে দাঁড়িয়ে রইল মরক্কো। আর বেলজিয়ামের তিন পয়েন্ট। শেষ ম্যাচে ক্রোটরা খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। আর কানাডা নামবে মরক্কোর বিরুদ্ধে। FIFA World Cup 2022 দ্বিতীয় ম্যাচে সবাই ঠিক করে দাঁড়ানোর আগেই গোল খেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। কানাডার আলফান্সো ডেভিস এক মিনিট ৮ সেকেন্ডে ক্রোট জাল নড়িয়ে দিয়েছিলেন। তারপর কানাডা দাপট দেখাতে থাকে। এদিন সেন্টার হওয়ার পর কয়েক টাচ হয়ে বল যায় কানাডার গোলকিপারের কাছে। তিনি দেখেশুনে লম্বা কিক করেন। সেই বল পান মাঝমাঠের এক খেলোয়াড়। তিনি আবার বাড়িয়ে দেন ডান দিকের উইংয়ে। কিছুটা রান করে ক্রস রাখেন বক্সে। সেই বলেই ক্ষিপ্র হেডারে গোল করে যান কানাডার আলফানসো ডেভিস।কানাডার এই গোলই এখনও পর্যন্ত এই বিশ্বকাপের দ্রুততম গোল। ইকুয়েডরের বিরুদ্ধে ৬ মিনিটে গোল করে ডাচেদের এগিয়ে দিয়েছিলেন গ্যাকপো। এদিন তারও আগে গোল করে দেন কানাডার ডেভিস।কিন্তু ২০ মিনিটের পর থেকেই খেলা ধরতে শুরু করে ক্রোটরা। ম্যাচের ৩৬ মিনিটে পেরিসিচের ছোট্ট মাইনাস থেকে সমতায় ফেরান ক্রামারিচ। তারপর ৪৪ মিনিটে ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোলটি আসে মার্কো লিভাজার বুট থেকে। ফলে প্রথমার্ধে এগিয়ে থেকেই লকার রুমে যান লুকা মদ্রিচরা।দ্বিতীয়ার্ধের গোড়া থেকে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে কানাডা। কিন্তু লাভ হয়নি। একের পর এক আক্রমণ শানাতে থাকে ক্রোয়েশিয়া। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ক্রামারিচ। অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান বাড়ান লভরো মাজের। এই গ্রুপের শেষ দুটি ম্যাচের ফলাফলেই স্পষ্ট হয়ে যাবে শেষ ষোলয় কোন দু’দল যাবে।

Related Articles

Leave a Comment